প্রচার-প্রচারণায় জমে উঠেছে পাথরঘাটা উপজেলা নির্বাচন 

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ মে ২০২৪, ১৪:২৮
অ- অ+

দেশব্যাপী শুরু হয়েছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন। তারই ধারাবাহিকতায় তৃতীয় ধাপে অনুষ্ঠিত হবে বরগুনার পাথরঘাটা উপজেলা পরিষদের নির্বাচন। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্দ পেয়েই উৎসুক ভোটারদের মাঝে মাইকিং, গণসংযোগ, মতবিনিময় ও পথসভা সহ নানান পদ্ধতিতে প্রচার-প্রচারণা শুরু করেন পাথরঘাটা উপজেলা পরিষদ নির্বাচনের অংশগ্রহণকারী প্রার্থীরা।

পাথরঘাটার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সাতজন, ভাইস চেয়ারম্যান পদে পাঁচজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে চারজন প্রার্থী প্রতীক বরাদ্দ পেয়েছে।

সোমবার দুপুরে রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে ও সিলেকশনের মাধ্যমে পাথরঘাটা উপজেলায় নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। মনোনয়নপত্র দাখিল শেষে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল, আপিল নিষ্পত্তি, প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা শেষে প্রতীক বরাদ্দ পেলেন প্রার্থীরা।

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন ঘিরে চায়ের দোকান থেকে শুরু করে হাট-বাজার, গ্রাম ও শহরের অলি-গলিসহ বিভিন্ন স্থানে জমে উঠেছে উপজেলা নির্বাচনের আমেজ। আগামী ২৯ মে দিনব্যাপী চলবে ভোটগ্রহণ।

বিভিন্ন এলাকার ভোটারদের সাথে কথা বললে তারা বলেন, মাঠে প্রার্থী যতই থাকুক না কেন আমরা যোগ্য প্রার্থীকে আমাদের মূল্যবান ভোট প্রদান করবো। তারা আরও বলেন, আমরা আশা করি নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে আমরা ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবো। এছাড়াও দলীয় প্রতীক না থাকায় প্রার্থী ও ভোটার সহ সকলের মাঝে জমে উঠেছে উৎসুক আমেজ।

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে, বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির (কাপ পিরিচ), সাবেক চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম রিপন মোল্লা (আনারস), সাবেক কালমেঘা ইউপি চেয়ারম্যান নুর আফরোজ হেপি (মোটরসাইকেল), সাবেক কালমেঘা ইউপি চেয়ারম্যান আকন মো. সহিদ (চিংড়ি মাছ), বর্তমান ভাইস চেয়ারম্যান মো. হাফিজুর রহমান (ঘোড়া), জেলা পরিষদের সদস্য মো. এনামুল হোসাইন (দোয়াত কলম), হেমায়েত হোসেন ভুট্টো (হেলিকপ্টার) প্রতীক পেয়েছেন।

এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে, শওকত হাসান রমিম (মাইক), সাবেক ভাইস চেয়ারম্যান জামাল হোসেন পঞ্চায়েত (উড়োজাহাজ), রেজাউল করিম রাজা (তালা), নাজেস আফরোজ নয়ন (টিউবওয়েল), জাহিদ হাসান পঞ্চায়েত (বই) প্রতীক পেয়েছেন।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা পারভীন (কলস), নাজমুন নাহার পাপড়ি (ফুটবল), নিলু রানী (প্রজাপতি), ফারজানা আক্তার মনি (হাঁস) প্রতীক পেয়েছেন।

অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দিলীপ কুমার হালদার জানান, আসন্ন পাথরঘাটা উপজেলা পরিষদ নির্বাচনে যাচাই-বাছাই শেষে মোট ১৬ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

(ঢাকা টাইমস/১৫মে/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মোহাম্মদপুরে ৩৮০০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
সাংবাদিক সাইদুরের প্রাণনাশের হুমকির প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ 
শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার তদন্ত রিপোর্ট দাখিল সোমবার
এবার বাংলাদেশের চার টিভি চ্যানেল ইউটিউবে বন্ধ করল ভারত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা