মধুর ক্যান্টিন প্রাঙ্গণে চলছে ছাত্রলীগের মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচি

​​​​​​​ঢাবি প্রতিনিধি, ঢাকা টাইমস
| আপডেট : ২২ মার্চ ২০২৪, ২৩:১২ | প্রকাশিত : ২২ মার্চ ২০২৪, ১৫:৩৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন প্রাঙ্গণে চলছে ছাত্রলীগের মাসব্যাপী ইফতার বিতরণ কর্মসূচি। প্রতিদিন বিকালে এখান থেকে ইফতার বিতরণ করছেন ছাত্রলীগ নেতাকর্মীরা।

ছোলা, মুড়ি, চপ, পিয়াজু, খেজুর, শরবতসহ নানা রকম পদ থাকছে ইফতারিতে। বিকাল থেকে ইফতার বিতরণ কার্যক্রম শুরু হয়ে চলে মাগরিবের আজান দেওয়া পর্যন্ত।

সংশ্লিষ্টরা জানান, প্রায় ৭-৮শ’ শিক্ষার্থীসহ অন্যদের মাঝেও ইফতার বিতরণ করা হয়।

ছাত্রলীগ দলীয় সূত্রে জানা যায়, প্রথম রমজান থেকে মধুর ক্যান্টিন প্রাঙ্গণে কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী সংগঠনটির সমাজসেবা সেল এই কর্মসূচি পালন করে আসছে। পুরো রমজান মাসব্যাপী এ কার্যক্রম চলবে বলেও জানানো হয়েছে।

ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বলেন, মধুর ক্যান্টিন ছাড়াও বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আমরা প্রায় ২০০ মানুষের মাঝে ইফতার বিতরণ করছি। সারাদেশের মহানগর, জেলা, বিশ্ববিদ্যালয় এবং উপজেলা ইউনিটগুলোকে এ ধরনের কর্মসূচি পরিচালনা করতে নির্দেশনা দেওয়া হয়েছে। অসহায় ও শ্রমজীবী মানুষের পাশে দাঁড়াতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে নির্দেশনা দিয়েছেন সেটি ছাত্রলীগ অনুসরণ করছে বলেও জানান তিনি।

ছাত্রলীগের সমাজসেবা সম্পাদক মাহবুবুর রহমান জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন এবং সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের তত্ত্বাবধানে রমজানের ৩০ দিন আমাদের এই কর্মসূচি চলবে। এ ছাড়া সারাদেশব্যাপী ছাত্রলীগের সাংগঠনিক ইউনিটের নেতাকর্মীরা কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী রমজানে বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করছে বলেও জানান তিনি।

(ঢাকাটাইমস/২২মার্চ/এসকে/পিএস)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র: লু

সারাদেশে ‘নো হেলমেট, নো ফুয়েল’ নীতি কার্যকরের নির্দেশ

প্রবাসীদের এনআইডি কার্যক্রম দেখতে যুক্তরাজ্য যাচ্ছেন ইসি আলমগীর

নারীদের পরিবর্তনের মূল চালিকাশক্তি হিসেবে তৈরি করতে হবে: প্রধানমন্ত্রী 

অভিশপ্ত মে মাস, আয়লা-আমফানের পর ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘রেমাল’! 

আরসার আস্তানায় গোলাবারুদ জব্দ: ঘটনাস্থলে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ দল

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যাচ্ছেন ১৮০ পুলিশ সদস্য

‘পূর্ব বা পশ্চিম, ফুচকা সেরা’, খেয়ে প্রশংসায় পঞ্চমুখ লু

সৌদি আরব গেছেন ১৮ হাজার ৬৫১ হজযাত্রী

স্মরণশক্তিকে মেধা বলার মানসিকতা পরিহার করতে হবে: শিক্ষামন্ত্রী

এই বিভাগের সব খবর

শিরোনাম :