দেশের মানুষ শান্তিতে থাকলে সাম্প্রদায়িক শক্তি অশান্তিতে থাকে: নাছিম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ২২ মার্চ ২০২৪, ১৭:৩৫

দেশের মানুষ শান্তিতে থাকলে সাম্প্রদায়িক শক্তি অশান্তিতে থাকে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ঢাকা- আসনের সংসদ সদস্য বাহাউদ্দিন নাছিম।

শুক্রবার (২২ মার্চ) রাজধানীর মতিঝিলে এজিবি কলোনির হরি মন্দিরে গীতা সঙ্গীত অনুষ্ঠানে মন্তব্য করেন তিনি।

নাছিম বলেন, আমরা আমাদের মাতৃভূমিকে সাম্প্রদায়িক শক্তির হাত থেকে মুক্ত করতে চাই। কারণ এরা সুযোগ পেলেই বাংলাদেশের শান্তি বিনষ্ট করার অপচেষ্টায় লিপ্ত হয়। বাংলাদেশের সকল ধর্মের মানুষ যখন শান্তিতে থাকে তখনই তারা সাম্প্রদায়িক সংঘাত সৃষ্টি করে।

বাহাউদ্দিন নাছিম বলেন, বিএনপি স্বাধীনতাবিরোধী অপশক্তি। আমাদের মহান মুক্তিযুদ্ধে এরা বাংলাদেশের মানুষের বিপক্ষে অস্ত্র নিয়ে ৩০ লাখ মানুষকে হত্যা করেছে। এই দেশবিরোধী অপশক্তির হাত থেকে আজও বাংলাদেশ মুক্তি পায়নি।

বিএনপি-জামায়াত সন্ত্রাস জঙ্গিবাদীদের সমর্থন সহযোগিতা করে অভিযোগ করে আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক নাছিম বলেন, শুধু বাংলাদেশ নয় বিশ্বের গণতান্ত্রিক দেশগুলোতে বিএনপি-জামায়াত সুযোগ পেলে সন্ত্রাস ছড়িয়ে দেবে।

নাছিম বলেন, আমাদের বাংলাদেশ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। এদেশে আমরা সবাই সমান। আমরা বাঙালি। আমরা দেশেরই সন্তান। আমরা সবাইকে মর্যাদা সম্মান জানাবো। এটাই আমাদের হাজার বছরের ঐতিহ্য। এই ঐতিহ্যকে আমাদের ধরে রাখতে হবে।

গীতা সংঘ মতিঝিল শাখার সভাপতি নিত্যানন্দ বর্ধনের সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. দিলীপ রায়, স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি দেবাশীষ বিশ্বাস গীতা সংঘ বাংলাদেশের সভাপতি নিত্যানন্দ চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২২মার্চ/পিএস)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

মাতৃমৃত্যু রোধে বাংলাদেশ ‘অভাবনীয়’ উন্নতি করেছে: ইউএনএফপিএ

উদ্ভাবনে উপকৃত হবেন কৃষকরা, উৎপাদন বাড়বে ফসলের: কৃষিমন্ত্রী 

সম্পর্ক আরও সুদৃঢ় করতে লু’র সঙ্গে আলোচনা হয়েছে: পরিবেশমন্ত্রী

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে যুক্তরাষ্ট্র: লু

সারাদেশে ‘নো হেলমেট, নো ফুয়েল’ নীতি কার্যকরের নির্দেশ

প্রবাসীদের এনআইডি কার্যক্রম দেখতে যুক্তরাজ্য যাচ্ছেন ইসি আলমগীর

নারীদের পরিবর্তনের মূল চালিকাশক্তি হিসেবে তৈরি করতে হবে: প্রধানমন্ত্রী 

অভিশপ্ত মে মাস, আয়লা-আমফানের পর ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘রেমাল’! 

আরসার আস্তানায় গোলাবারুদ জব্দ: ঘটনাস্থলে সেনাবাহিনীর বোমা নিষ্ক্রিয়করণ দল

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যাচ্ছেন ১৮০ পুলিশ সদস্য

এই বিভাগের সব খবর

শিরোনাম :