সাংবাদিক সাব্বিরের ওপর নৃশংস হামলায় ঢাকাস্থ গাজীপুর সাংবাদিক ফোরামের নিন্দা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ মার্চ ২০২৪, ২১:১৯| আপডেট : ২৩ মার্চ ২০২৪, ২১:২৬
অ- অ+
সন্ত্রাসী হামলার শিকার দৈনিক সময়ের আলোর স্টার রিপোর্টার সাব্বির আহম্মেদ।

সাংবাদিক সাব্বির আহমেদের ওপর তিতুমীর কলেজ ছাত্রলীগের নৃশংস হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকাস্থ গাজীপুর সাংবাদিক ফোরাম।

শনিবার ঢাকাস্থ গাজীপুর সাংবাদিক ফোরামের সভাপতি জিএম ফয়সাল আলম ও সাধারণ সম্পাদক রাশেদুল হক বিবৃতিতে বলেন, সংবাদ প্রকাশ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে হত্যার উদ্দ্যেশে পরিকল্পিত এ হামলা স্বাধীন সাংবাদিকতার অন্তরায়। বিভিন্ন গণমাধ্যমে এ হামলায় জড়িত হিসেবে শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের নাম এসেছে। এরইমধ্যে একজনকে ছাত্রলীগ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। হামলার ঘটনায় ছাত্রলীগ ও কলেজ প্রশাসন কোনোভাবে দায় এড়াতে পারে না।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, সাব্বির আহমেদ ঢাকাস্থ গাজীপুর সাংবাদিক ফোরামের সদস্য ও একজন পেশাদার সাংবাদিক। তিনি সরকারি তিতুমীর কলেজ সাংবাদিক সমিতিরও সাবেক সভাপতি। অবিলম্বে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে সাংবাদিক সমাজ।

(ঢাকাটাইমস/২৩মার্চ/এআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা