ট্রেনে কাটা পড়ে দুই পা হারালেন বৃদ্ধা 

চাঁদপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ মার্চ ২০২৪, ১৬:৪৪
অ- অ+

চাঁদপুর আন্তঃনগর মেঘনা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে দুই পা হারালেন হতদরিদ্র বৃদ্ধা শাহিলা ভানু (৫০)। তাৎক্ষণিক তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যায় পথচারীরা।

মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মাসুদ হাসান।

সোমবার রাতে চট্টগ্রাম থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে আসে ট্রেনটি। রাস্তা পারাপার হওয়ায় সময় এ দুর্ঘটনা ঘটে।

আহত বৃদ্ধা শাহিলা ভানু ময়মনসিংহ জেলায় মৃত আব্দুল মালেক মিয়ার স্ত্রী। তিনি দীর্ঘদিন শহরের বড় স্টেশন এলাকার রেলওয়ে কাঁচা কলোনিতে বসবাস করে ভিক্ষা ভিতি করে জীবিকা নির্বাহ করতেন।

স্থানীয়রা জানান, চট্টগ্রাম থেকে সন্ধ্যা ৬টায় চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে আসে মেঘনা এক্সপ্রেস ট্রেনটি। সোমবার রাত সাড়ে ১১টায় শহরের বকুলতলা নামক স্থানে রেলওয়ের সম্পত্তিতে অবৈধভাবে গড়ে মার্কেটের সামনে সাধারণ মানুষের ভিড় থাকায় চলন্ত ট্রেনটি লক্ষ্য করেন নি শাহিলা ভানু। পরে তার দুই পা ট্রেনে কাটা পড়ে। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সৈয়দ আহমেদ কাজল জানান, প্রাথমিক চিকিৎসা শেষে দ্রুত উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণের নির্দেশ দেয়া হয়েছে।

চাঁদপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মাসুদ হাসান জানান, এ বিষয়ে রেলওয়ে থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে।

(ঢাকা টাইমস/২৬মার্চ/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জিয়াউর রহমানের জন্মবার্ষিক উপলক্ষে গফরগাঁওয়ে কম্বল বিতরণ
রাশিয়ার ওপর উচ্চ মাত্রার কর-শুল্ক ও নিষেধাজ্ঞার হুমকি ট্রাম্পের
জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৯ দফাতে সরকারের পতনের দাবি ছিল না: জুয়েল
প্রয়োজনে এনটিআরসিএ’র মাধ্যমে একসঙ্গে নিয়োগ-এমপিওভুক্তি: শিক্ষা উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা