ডোমারে র‌্যাবের অভিযানে মাদককারবারি গ্রেপ্তার

ডোমার (নীলফামারী) প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ৩০ মার্চ ২০২৪, ২৩:০৮

পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে ্যাব-১৩ (রংপুর) কর্তৃক চেকপোস্ট পরিচালনার সময় নীলফামারীর ডোমারে ইউএসবি এক্সপ্রেস কুরিয়ার সার্ভিসের কাভার্ডভ্যান থেকে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ মো. শ্যামল হোসাইন (২৭) নামে এক শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শনিবার জেলার ডোমার উপজেলার ডোমার পৌরসভার ৩নং ওয়ার্ডের ডিবি রোডের ইউএসবি এক্সপ্রেস কুরিয়ার সার্ভিসের ডোমার শাখা অফিসের সামনে অভিযান চালিয়ে কাভার্ডভ্যান থেকে ৫৪১ বোতল ফেনসিডিলসহ তাকে গ্রেপ্তার করা হয়।

শ্যামল হোসাইন লালমনিরহাটের হাতিবান্ধা উপজেলার বড়খাতা রমনীগঞ্জ এলাকার মো. বুলু মিয়ার ছেলে।

র‌্যাব-১৩ এর অধিনায়কের পক্ষে স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, সুনির্দিষ্ট তথ্য গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩ (নীলফামারী) এর ক্রাইম প্রিভেনশন কোম্পানি- এর সদস্যরা অভিযান চালিয়ে ফেনসিডিলসহ শ্যামল হোসাইনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃত শ্যামল হোসাইনের বিরুদ্ধে ডোমার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাকে পুলিশে হস্তান্তর করা হয়েছে বলেও প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়।

(ঢাকাটাইমস/৩০মার্চ/প্রতিনিধি/পিএস

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সারাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :