কেন্দুয়ায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ৩১ মার্চ ২০২৪, ১৭:১২

নেত্রকোণার কেন্দুয়া থানার আয়োজনে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।

রবিবার দুপুরে থানা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার হারুন অর রশিদ।

এসময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইমদাদুল হক তালুকদার, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুল হক ভূঞা, কেন্দুয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ ফারাবী, সাবেক ইউপি চেয়ারম্যান সালমা আক্তার, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি কামরুল হাসান ভুঁইয়া, জেলা আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মোহাম্মদ মিজানুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর চৌধুরী, ইউপি চেয়ারম্যান মো. ফজলুর রহমান, আব্দুছ ছালাম বাঙ্গালী, কামরুজ্জামান খান সোহাগ, শহিদুল হক আকন্দ কল্যাণ, নারীনেত্রী জাহানারা রোজী, ও মানবাধিকারকর্মী মামুনুল কবীর খান হলি প্রমুখ উপস্থিত ছিলেন।

বক্তারা, সাইবার ক্রাইম, মাদক, জুয়া, কিশোর গ্যাং ও ইভটিজিংসহ নানারকম অপরাধ প্রতিরোধে পুলিশকে আরও সতর্ক থাকার আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত পুলিশ সুপার হারুন অর রশিদ বলেন, যেকোনো ধরনের অপরাধ প্রতিরোধে পুলিশ তৎপর রয়েছে। এ সময় তিনি পুলিশি তৎপরতা আরও বৃদ্ধি করতে কেন্দুয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ ফারাবী ও কেন্দুয়া থানার ওসি মো. এনামুল হক পিপিএমকে বিশেষ নির্দেশনা প্রদান করেন।

(ঢাকাটাইমস/৩১মার্চ/প্রতিনিধি/পিএস)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সারাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :