জামালপুরে পাগলা কুকুরের কামড়ে আহত ৭

জামালপুরের মাদারগঞ্জের বিভিন্ন এলাকায় পাগলা কুকুরের কামড়ে নারী ও শিশুসহ ৭ জন আহত হয়েছে।
সোমবার দুপুর ১২টা থেকে ২টার মধ্যে এই পাগলা কুকুরের কামড়ে তারা আহত হয়েছেন।
আহতরা হলেন, পৌরসভার গাবেরগ্রামের এলাকার রিপন (২২), জোনাইল এলাকার শিশু আয়েশা (৬), চরগোপালপুর এলাকার শিশু জাকারিয়া (৫), বানিকুঞ্জ এলাকার কিশোর ইমন (১৬), বালিজুড়ি ইউনিয়নের তারতাপাড়াএলাকার যুবক রেজাউল (৩৮), কিশোর সিয়াম (১৮) ও কিশোরী তৃপ্তী (১৮)।
আহতরা মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ভ্যাকসিন নিয়েছেন। কুকুরের কামড়ে আহত যুবক রেজাউল বলেন, বাড়ির উঠানে বসে দাঁড়িয়ে ছিলাম হঠাৎ পাগলা কুকুরটি এসে কামড় দেয়।
আহত কিশোর ইমন জানায়, বাড়ি থেকে বাজারে যাওয়ার সময় কুকুরটি তাকে কামড় দিয়ে পালিয়ে যায়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাইফুল ইসলাম জয় বলেন, সকাল থেকে বিকেল পর্যন্ত কুকুরের কামড়ে বিভিন্ন বয়সের ৭ জন আহত হয়েছে। তাদের ভ্যাকসিন দেওয়া হয়েছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শও দেওয়া হয়েছে।
(ঢাকাটাইমস/০২এপ্রিল/প্রতিনিধি/এসআইএস)

মন্তব্য করুন