সন্ধ্যার পর বাসায় ফিরবেন খালেদা জিয়া 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ এপ্রিল ২০২৪, ১৭:২৬
অ- অ+

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা অনেকটা ভালো। মঙ্গলবার সন্ধ্যার পর তাকে গুলশানের বাসভবন ফিরোজায় নেওয়া হবে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান ঢাকা টাইমসকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ম্যাডামকে (বেগম খালেদা জিয়া) আজ ইফতারের পর বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত এভারকেয়ার হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসা হবে।

স্বাস্থ্যের অবনতি হলে গত শনিবার (৩১ মার্চ) গভীর রাতে সাবেক এই প্রধানমন্ত্রীকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে সিসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হয়।

উল্লেখ্য, এর আগে গত ২৭ মার্চ বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা খারাপ হয়। এরপর মেডিকেল বোর্ডের সদস্যরা গুলশানে বেগম খালেদা জিয়ার বাসভবনে গিয়ে তার স্বাস্থ্যের কিছু পরীক্ষা করেন। পরে অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় তাকে শেষ পর্যন্ত হাসপাতালে নেওয়া হয়নি।

এর আগে গত ১৩ মার্চও খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। স্বাস্থ্য পরীক্ষা শেষে পরদিন ১৪ মার্চ বাসায় ফেরেন তিনি।

(ঢাকাটাইমস/০২এপ্রিল/জেবি/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কাশিয়ানীতে ছিনতাই হওয়া তেলবাহী ট্রাক উদ্ধার
প্রধান উপদেষ্টার চট্টগ্রাম বন্দর পরিদর্শন
রাঙ্গুনিয়ায় আম গাছের চূড়া থেকে ৭ ঘণ্টা পর উদ্ধার  কিশোরী
রামগঞ্জে নারীকে গলা কেটে হত্যা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা