সড়কে নির্মাণসামগ্রী: মিরপুরের রাজউকের অভিযান

​​​​​​​নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ এপ্রিল ২০২৪, ২৩:০৯
অ- অ+

মিরপুরের ছোট দিয়াবাড়ি এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) বুধবার বেলা ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ছোট দিয়াবাড়ি, বেড়িবাধ, দারুস সালাম, মিরপুর, ঢাকাস্থ এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজিনা সারোয়ার অভিযানে দুটি নির্মাণাধীন ভবনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

তাজিনা সারোয়ার বলেন, 'রাজধানীর বিভিন্ন বাড়ির মালিক বাড়ির সামনের সড়কে নির্মাণ সামগ্রী রেখে নির্মাণাধীন ভবনের কাজ নির্দ্বিধায় চালিয়ে যান। এতে করে সাধারণ মানুষের চলাফেরায় বিঘ্ন ঘটে একই সাথে দুর্ঘটনা ঘটে থাকে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ এই ধরনের কর্মকান্ডের বিরুদ্ধে সবসময় ব্যবস্থা নিয়ে থাকে। আজও ছোটদিয়া বাড়ি বাজার রোডে রাস্তা হতে নির্মান সামগ্রী অপসারণ করা হয় এবং নির্মান সামগ্রী রাস্তায় না রাখার জন্য নির্দেশনা প্রদান করা হয়।'

এসময় অথরাইজড অফিসার (জোন-/) শেখ মাহব্বীর রনি এবং সহকারী অথরাইজড অফিসার, প্রধান ইমারত পরিদর্শক, ইমারত পরিদর্শক অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

শেখ মাহব্বীর রনি বলেন, রাজউক অনুমোদিত নকশার ব্যত্যয় করে ভবন নির্মাণ করায় ৫৯ ছোট দিয়ে বাড়ি এলাকার একটি নির্মাণাধীন ভবনে ব্যত্যয় অংশের আংশিক ভেঙ্গে অপসারণ করা হয়েছে এবং ৫০( পঞ্চাশ ) হাজার টাকা আর্থিক জরিমানা করা হয়। ভবন মালিক নিজ উদ্যেগে ব্যত্যয় অংশ ভেঙ্গে অপসারণ করবেন বলে ৩০০ টাকার স্ট্যাম্পে অঙ্গীকারনামা প্রদান করেছেন। এছাড়াও নং জহুরাবাদ, বাজার রোড, পানির পাম্প সংলগ্ন একটি নির্মাণাধীন ভবনেও রাজউক অনুমোদিত নক্সার ব্যত্যয় করায় ব্যত্যয় অংশের আংশিক ভেঙে অপসারণ করা হয়। ভবন মালিক নিজ উদ্যেগে বাকি ব্যত্যয় অংশ ভেঙে অপসারণ করার অঙ্গীকারনামা প্রদান করেন।

(ঢাকাটাইমস/০৩এপ্রিল/এমআই/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাগর-রুনির হত্যাকারী দুজন, তবে শনাক্ত করা যাচ্ছে না: টাস্কফোর্সের প্রতিবেদন
বাংলাদেশ বিমানে নয়, কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্সেই দেশে ফিরবেন খালেদা জিয়া
টিসিবির ভুয়া কার্ড বাতিল করে নতুন ‘স্মার্টকার্ড’ দেওয়া হবে: খাদ্য উপদেষ্টা 
খালেদা জিয়ার লন্ডন ফেরত, সিলেটে নেতাকর্মীদের ব্যাপক প্রস্তুতি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা