শপিংমলে উপচেপড়া ভিড়, খোলা ভোর রাত পর্যন্ত

দরজায় কড়া নাড়ছে মুসলমানদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল ফিতর। চাঁদ দেখা সাপেক্ষে রোজা ২৯টি হলে ১০ এপ্রিল সারাদেশে উদযাপিত হবে ঈদুল ফিতর। সে হিসেবে দুদিন আছে ঈদের। তাই শেষ মুহূর্তে শপিংমলগুলোতে ক্রেতাদের ভিড় বেড়েছে। বিক্রেতারাও ব্যস্ত সময় পার করছেন। অন্যান্য সময় মার্কেট ও শপিংমলগুলো রাত ৮-৯টা পর্যন্ত খোলা থাকলেও এখন ভোর রাত পর্যন্ত খোলা থাকছে।
রাজধানীর ফরচুন শপিংমল ও মৌচাক মার্কেটসহ কয়েকটি মার্কেট ঘুরে দেখা যায়, ক্রেতারা পছন্দের পোশাক কিনতে ভিড় করেছেন বিপণিবিতানগুলোতে। শেষ সময়ে বিক্রির চাপ বাড়ায় ভোর রাত পর্যন্ত বেচা-বিক্রিতে ব্যস্ত সময় পার করছেন বিক্রেতারা।
ফরচুন শপিংমলের নিরাপত্তা কর্মী রুহুল ঢাকা টাইমসকে বলেন, মার্কেট এখন সেহরির সময় পর্যন্ত খোলা থাকে। মার্কেট বন্ধ করতে করতে প্রায় ৩-৪টা বেজে যায়।
ফরচুন শপিংমলের রাহা ফ্যাশনের বিক্রয় কর্মীরা ঢাকা টাইমসকে বলেন, ঈদের সময় যত ঘনিয়ে আসছে, বিক্রিও তত বাড়ছে। ক্রেতারা এখন ভোর রাত পর্যন্ত মার্কেটে থাকে।
এই শপিংমলের লাবণ্য ক্রিয়েশনে দেখা যায়, বাচ্চাদের পোশাক কিনতে ভিড় লেগে আছে। ঈদে নতুন পোশাক কিনতে ৭ বছর বয়সী মেয়েকে নিয়ে এসেছেন জসিম হাওলাদার। তিনি ঢাকা টাইমসকে বলেন, ছোট মেয়েকে নিয়ে এসেছি। মেয়ে তার নিজের পছন্দ মতোই জামা কিনবে। ছোট হলেও সে অন্য কারো পছন্দে ড্রেস পরে না।
মৌচাক লিলি প্লাজা পাঞ্জাবি মার্কেট ও সেন্টার শপিং মলে সরেজমিন ঘুরে দেখা গেছে, ক্রেতাদের ভিড় লেগে আছে। নতুন নতুন ডিজাইনের পাঞ্জাবি পাওয়া যায় এই মার্কেটে। ক্রেতারা নিজেদের পছন্দ মতো কিনছেন পাঞ্জাবি।
মৌচাক মার্কেটের কয়েকজন দোকানদার ঢাকা টাইমসকে বলেন, বিক্রি ভালো হওয়ায় এখন মার্কেট ভোর রাত পর্যন্ত খোলা থাকে। এভাবে চাঁদ রাত পর্যন্ত চলবে।
স্বর্নলতা শাড়িজে দেখা গেছে, নারীদের ভিড় লেগে আছে। নিজেদের পছন্দ মতো সবাই শাড়ি কিনছেন। মুগদা থেকে মৌচাক মার্কেটে শাড়ি কিনতে এসেছেন মুক্তা। তিনি বলেন, মায়ের জন্য ঈদের শাড়ি কিনতে এসেছি। দুই-একটা দোকান দেখে এই দোকানে এসেছি।
এছাড়া ফুটপাতেও বেড়েছে বিক্রি। দেখা যায়, মার্কেটগুলোর সামনে ফুটপাতেও ক্রেতাদের ভিড়। নিম্ন আয়ের মানুষের ভরসা ফুটপাতের কম দামের পোশাকই।
ঢাকাটাইমস/০৭এপ্রিল/টিআই/ইএস

মন্তব্য করুন