অসহায় মানুষের সঙ্গে ঈদ আনন্দে শামিল হলো এনএফএস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ০৭ এপ্রিল ২০২৪, ১৯:১৩ | প্রকাশিত : ০৭ এপ্রিল ২০২৪, ১৯:০৪

অসহায় মানুষের হাতে নানা রান্না-বান্নার নানা উপকরণ তুলে দিয়ে তাদের সঙ্গে ঈদআনন্দে সামিল হয়েছে সামাজিক সংগঠন ন্যাশনাল ফ্রেন্ডশিপ সোসাইটি (এনএফএস)।

রবিবার রাজধানীর মীর হাজারিবাগের ইঞ্জিনিয়ার গলিতে অসহায় মানুষের হাতে সেমাই-চিনি বিতরণ করে সংগঠনটি।

ঈদ সামগ্রীর মধ্যে রয়েছে, দুই পদের সেমাই, চিনি, ভোজ্য তেল, গুঁড়া দুধ, কিসমিস ও গোসলের সাবান।

এসময় সংগঠনের সভাপতি রাহাত হুসাইন বলেন, প্রতি বছরের ন্যায় এবারও ন্যাশনাল ফ্রেন্ডশিপ সোসাইটির বন্ধুরা অসহায় মানুষের সঙ্গে ঈদ আনন্দ ভাগ করে নিয়েছে। সামর্থ্য অনুযায়ী দরিদ্র মানুষের জন্য ঈদ সামগ্রী বিতরণের ব্যবস্থা করেছে। এছাড়া যারা চাইতে পারে না তাদের অনেকের বাসায়ও ঈদ সামগ্রী পৌঁছে দিচ্ছে সংগঠনের বন্ধুরা। যাতে ঈদের খুশি থেকে কেউ বঞ্চিত না হয়। ঈদের আনন্দ হয়ে উঠুক ধনী-গরিব সবার। মানুষ ও মনুষ্যত্বের মানবীয় মর্যাদা প্রতিষ্ঠায় এই সংগঠনের কার্যক্রম চলমান থাকবে। মানুষে মানুষে প্রীতি ও বন্ধন সুদৃঢ় করে স্মার্ট বাংলাদেশ নির্মাণে ভূমিকা রাখব আমরা।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি সাইফ আহমেদ সনি, যুগ্ম-সাধারণ সম্পাদক সাদিক ভিস্তী, কোষাধ্যক্ষ মাহবুব আলম, পরিবেশ সম্পাদক কাজী শাকিল, কার্যনির্বাহী সদস্য যোশেফ ইউকে নন্দম জয় প্রমুখ।

(ঢাকাটাইমস/৭এপ্রিল/জেএ/এআর)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :