প্রাণ কারখানায় আগুন: এক নারী শ্রমিকের মৃত্যু, আহত ৩০

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১০ এপ্রিল ২০২৪, ২৩:২২

হবিগঞ্জে প্রাণ আরএফএল ইন্ডাস্ট্রিয়াল পার্কের আগুনে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ৩০ জন।

বুধবার দুপুর আড়াইটার দিকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় প্রাণ-আরএফএলের ইন্ডাস্ট্রিয়াল পার্কের ১৩ নম্বর ভবনের চিপস তৈরির কারখানায় অগ্নিকাণ্ড ঘটে। আগুনে চিপস কারখানায় ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী শ্রমিক মতিন মিয়া জানান, ঘটনার সময় একদল শ্রমিক কাজ শেষে বের হচ্ছিল, অপর দল কাজে যোগ দিতে কারখানায় প্রবেশ করছিল। এসময়য় বহুতল ভবনের কারখানায় আগুন ছড়িয়ে পড়ে।

ফায়ার সার্ভিসের শায়েস্তাগঞ্জ ইউনিটের প্রধান মো. ইব্রাহিম বলেন, “খবর পেয়ে শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ ও মাধবপুর চুনারুঘাটের ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নেভানোর কাজ শুরু করে। সন্ধ্যায় আগুন নিয়ন্ত্রণে আসে।”

কারখানার জেনারেল ম্যানেজার দিপক কুমার দেব বলেন, “ম্যানেজিং ডাইরেক্টর ঢাকা থেকে রওনা দিয়েছেন। তাই এ মুহূর্তে কিছু বলতে পারছি না।”

হবিগঞ্জের জেলা প্রশাসক বলেন, “আগুনে ভয় পেয়ে নাজমা আক্তার নামে এক নারী শ্রমিক ভবন থেকে লাফ দিয়ে নিচে পড়েন। হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। অপর এক শ্রমিককে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।”

(ঢাকাটাইমস/১০এপ্রিল/এফএ)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :