লক্ষ্মীপুরে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

লক্ষ্মীপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ এপ্রিল ২০২৪, ১০:২৮
অ- অ+

লক্ষ্মীপুর সদর উপজেলার খোয়া সাগর দিঘীর পাড় এলাকা থেকে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার নাম সিমু (২৬)।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ওই তার মরদেহ উদ্ধার করা হয়।

সিমু নরসিংদী জেলার শিবপুর নৌকাঘাট এলাকার বগিরথের মেয়ে। ৪ মাস আগে শিবপুর জয়নগর এলাকার মানিক সরকারের ছেলে পাপ্পুর সঙ্গে তার প্রেমের বিয়ে হ। গত ৩ মাস ধরে স্বামী পাপ্পুর সঙ্গে দিঘীর পাড় এলাকায় ভাড়া বাসায় থাকছেন বলে জানা যায়।

নিহতের স্বামী পাপ্পু জানান, তাদের চার বছরের প্রেমের সম্পর্ক। ৪ মাস আগে তাদের বিয়ে হয়েছে। তবে সিমুর পরিবার বিয়ে মেনে নেয়নি। তাই লক্ষ্মীপুর এসে ভাড়া থাকছেন তারা। তিনি দালার বাজারে ওয়ালটন শো-রুমে চাকরি করেন।

পাপ্পু বলেন, ঈদের দিন দুপুরে একসঙ্গে খাওয়া দাওয়া শেষ করে বিকালে পাপ্পু পাশ্ববর্তী খোয়া সাগর দিঘীর পাড়ে আড্ডা দিচ্ছিলেন। সন্ধ্যায় বাসায় এসে দেখেন তার স্ত্রী গলায় ওড়না পেঁচিয়ে ঝুলে আছেন। এসময় স্থানীয়রা পুলিশে খবর দেয়।

এরআগে কয়েকদিন যাবত সিমু বাড়িতে যাওয়ার জন্য বায়না করে বলেও পাপ্পু জানান।

লক্ষ্মীপুর সদর থানার উপপরিদর্শক নুরুল আমিন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আত্মহত্যা।

ঢাকাটাইমস/১২এপ্রিল/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ব্রহ্মপুত্র নদে ভেসে উঠল নিখোঁজ ২ ভাইয়ের মরদেহ
তাপপ্রবাহ থেকে সুরক্ষিত থাকতে যেসব নির্দেশনা দিল স্বাস্থ্য অধিদপ্তর
ঢাকাসহ ৫৬ জেলার ওপর দিয়ে বইছে তাপপ্রবাহ, আট জেলায় তীব্র
দাবা খেলা নিষিদ্ধ করলো আফগানিস্তান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা