স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের হটলাইন থেকে গ্রাহককে ফোন, অ্যাকাউন্টের টাকা হাওয়া

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ এপ্রিল ২০২৪, ২০:৪৪| আপডেট : ১৫ এপ্রিল ২০২৪, ২০:৫৮
অ- অ+

স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ২৪ ঘণ্টা হটলাইন সেবা দেওয়া হয় ১৬২৩৩ নম্বর থেকে। আর এই নম্বর থেকেই ফোন করে ব্যাংকটির গ্রাহকের অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। সোমবার থানায় করা ভুক্তভোগী গ্রাহকের সাধারণ ডায়েরি (জিডি) থেকে এসব তথ্য জানা গেছে।

ব্যাংকের ভুক্তভোগী গ্রাহক মো. মাহবুব আলম গাজীপুরের পূবাইল থানায় সাধারণ ডায়েরি করেছেন। তিনি অভিযোগ করেন, ব্যাংকের ২৪ ঘণ্টা হটলাইন সেবা দেওয়া নম্বর ১৬২৩৩ থেকে সোমবার বিকালে তাকে ফোন করে ব্যাংক কর্মকর্তা পরিচয় দেওয়া হয়। ফোনে তার কাছ থেকে ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) কোড নম্বর চাইলে তিনি সেটি দেন। এরপর দেখেন তার অ্যাকাউন্ট থেকে ৫০ হাজার টাকা নেই। ব্যাংক কর্তৃপক্ষের কাছে লেনদেনের তথ্য চাইলে তারা দিতে অপারগতা জানিয়েছে বলেও অভিযোগ এই গ্রাহকের।

জিডির তদন্ত কর্মকর্তা পূবাইল থানার উপপরিদর্শক (এসআই) নাসির উদ্দিন ঢাকা টাইমসকে জিডির বিষয়টি নিশ্চিত করেছেন। বিষয়টি তদন্ত চলছে বলে জানান তিনি।

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের করপোরেট অ্যাফেয়ার্স, ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিংয়ের কান্ট্রি হেড বিটপী দাশ চৌধুরীর সঙ্গে যোগাযোগ করে এ বিষয়ে ব্যাংকের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

(ঢাকাটাইমস/১৫এপ্রিল/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রেললাইনে ভিডিও করতে গিয়ে ফটোগ্রাফারের মর্মান্তিক মৃত্যু
‘সাময়িকভাবে’ ফ্লাইট বন্ধ করলো নভোএয়ার
সিরাজগঞ্জে নেশার টাকা না দেওয়ায় ছেলের মারধরে প্রাণ গেল বাবার, মা আহত
আফতাবনগরে পশুর হাট না বসানোর দাবিতে মানববন্ধন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা