মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ দালালকে সাজা

জনসাধারণের হয়রানি দূর করার লক্ষ্যে মিরপুরে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) কার্যালয়কে দালালমুক্ত করতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিআরটিএ ভ্রাম্যমাণ আদালত ৯-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমীয়া জায়গীরদারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় অবৈধ দালালিতে জড়িত থাকার দায়ে চারজনকে ২ মাস ও ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
বিআরটিএ কার্যালয় ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
সাজাপ্রাপ্তদের মধ্যে মো. মনির (২৬) ও মো. সোহেলকে (২৬) ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া মো. বাচ্চু মিয়া (৩৮) ও মো. সোহাগ মিয়াকে (২৬) ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমীয়া জায়গীরদার বলেন, ‘আটককৃতরা তাদের দোষ স্বীকার করেছেন এবং তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। তাদেরকে বিআরটিএর অধ্যাদেশ-১৮৬০ এর ১৮৬ ধারায় সাজা দেওয়া হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমাদের আনসার পিসি মো. আবুল হাসেম ও এপিসি মো. শহিদুল ইসলামের নেতৃত্বে আনসার সদস্যরা নিয়মিত টহল দিচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে।’
(ঢাকাটাইমস/১৮এপ্রিল/এএম/এসআইএস)

মন্তব্য করুন