মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৪ দালালকে সাজা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ এপ্রিল ২০২৪, ১৭:৪১| আপডেট : ১৮ এপ্রিল ২০২৪, ১৮:৪৪
অ- অ+
মিরপুরে বিআরটিএ কার্যালয়ে সেবাপ্রার্থীদের ভিড়, ফাইল ছবি

জনসাধারণের হয়রানি দূর করার লক্ষ্যে মিরপুরে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) কার্যালয়কে দালালমুক্ত করতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিআরটিএ ভ্রাম্যমাণ আদালত ৯-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমীয়া জায়গীরদারের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় অবৈধ দালালিতে জড়িত থাকার দায়ে চারজনকে ২ মাস ও ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

বিআরটিএ কার্যালয় ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

সাজাপ্রাপ্তদের মধ্যে মো. মনির (২৬) ও মো. সোহেলকে (২৬) ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া মো. বাচ্চু মিয়া (৩৮) ও মো. সোহাগ মিয়াকে (২৬) ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমীয়া জায়গীরদার বলেন, ‘আটককৃতরা তাদের দোষ স্বীকার করেছেন এবং তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। তাদেরকে বিআরটিএর অধ্যাদেশ-১৮৬০ এর ১৮৬ ধারায় সাজা দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের আনসার পিসি মো. আবুল হাসেম ও এপিসি মো. শহিদুল ইসলামের নেতৃত্বে আনসার সদস্যরা নিয়মিত টহল দিচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে।’

(ঢাকাটাইমস/১৮এপ্রিল/এএম/এসআইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আন্তর্জাতিক মাতৃভাষা পদক পাচ্ছেন দুজন গবেষক ও এক প্রতিষ্ঠান
চট্টগ্রামে ঘাতক দালাল নির্মূল কমিটির নেত্রীকে পুলিশের দিলেন বৈষম্যবিরোধীরা
বাণিজ্য বাধা কমিয়ে আনতে সামুদ্রিক যোগাযোগ বৃদ্ধিতে জোর পররাষ্ট্র উপদেষ্টার
বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা: নওফেল-রেজাউলসহ ১২৭ জনের বিরুদ্ধে মামলা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা