মাগুরায় ৬ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

মাগুরায় চলতি অর্থ বছরে চার উপজেলার ছয় হাজার কৃষকের মাঝে প্রায় ৪০ লক্ষ টাকা মূল্যমানের সার ও ধানের বীজ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে মাগুরা সদর উপজেলা পরিষদ চত্বরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ করেন মাগুরার জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ।
এ সময় অন্যদের মধ্যে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. ইয়াসিন আলী ও উপজেলা কৃষি অফিসার মো. হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
(ঢাকাটাইমস/১৮এপ্রিল/প্রতিনিধি/পিএস)

মন্তব্য করুন