কৃষির উন্নয়নে সমবায় পদ্ধতি চালু করার পরামর্শ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ এপ্রিল ২০২৪, ১২:৫২
অ- অ+

কৃষির উন্নয়নে সমবায় পদ্ধতি চালু করার পরামর্শ দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, “বঙ্গবন্ধুর দেখানো পথেই আমরা চলব। কৃষির উন্নয়ন সমবায় পদ্ধতি চালু করতে পারলে আমাদের খাদ্যের অভাব থাকবে না।”

শুক্রবার কৃষক লীগের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গণভবনে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “একটা সময় ছিল যারা নুন-ভাতের কথা বা ডাল-ভাতের কথা চিন্তাও করতে পারত না, এখন সেসব মানুষ মাছ-মাংস ডিমের চাহিদা নিয়েও চিন্তা করে। এতো কিছু করার পরও যারা সরকারের সমালোচনা করে তাদের উচিত এসব বিষয় ভেবে দেখা। এসব বিবেচনা করতে হবে। অর্থনৈতিকভাবে উন্নতি হয়েছে বলেই দেশের মানুষ এখন ডাল-ভাত নয়, বরং মাছ-মাংসের দাম নিয়ে চিন্তা করে। যারা সমালোচনা করছেন তাদের এই বিষয়টিও মাথায় রাখা উচিত।”

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা কৃষক লীগ নেতাদের বিভিন্ন পরামর্শ দিয়ে বলেন, “কৃষির উন্নয়নে সমবায় পদ্ধতি চালু করতে হবে। এটা করতে পারলে এবং যথাযথভাবে কাজে লাগাতে পারলে জীবনেও কোনো খাদ্যের অভাব হবে না। জাতির পিতার দেখানো পথে সমবায় কৃষি নিশ্চিত করা হলে দেশে কখনো খাদ্যের অভাব হবে না।”

সরকারপ্রধান বলেন, “আওয়ামী লীগ সরকারের একটাই লক্ষ্য মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করা। সরকার বছরে ২৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে। দেশের মানুষ যাতে ভালো থাকে

সেজন্য বর্তমান সরকার সব ধরনের উদ্যোগ নিয়ে এগিয়ে যাচ্ছে।”

প্রধানমন্ত্রী বলেন, “৭৫ পরবর্তী সময়ে যারা ছিল, তাদের মূল আগ্রহ ছিল ব্যবসা করা। যারা ক্ষমতা দখল করেছিল তারা নিজেদের ভাগ্য পরিবর্তন করলেও দেশের মানুষের জন্য কিছু করেনি।”

কৃষক লীগের নেতাকর্মীদের উদ্দেশে আওয়ামী লীগ সভাপতি আরও বলেন, “নিজেদের খাদ্য নিজেরা উৎপাদন করতে পারলে আমদানি নির্ভরতা কমে যাবে। তাই যার যতটুকু জমি আছে তাতেই চাষ করতে হবে। এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে। নিজেদের খাদ্য নিজেরাই উৎপাদন করব। উদ্বৃত্ত থাকলে অন্যকে সাহায্য করব।”

(ঢাকাটাইমস/১৯এপ্রিল/জেএ/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তরুণ ইসলামি স্কলার হিসেবে সারা বিশ্বে পরিচিত এম মাজহারুল ইসলাম 
লক্ষ্মীপুরে ইলিশের জালে ধরা পড়ল ৮৪ কেজির শাপলা পাতা মাছ
শ্রীপুরে বেতন বৃদ্ধিসহ ৯ দফা দাবিতে পোশাক শ্রমিকদের বিক্ষোভ
আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে পাকিস্তান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা