কিশোরগঞ্জে ছাত্রলীগ নেতার লাশ খুঁজছে পুলিশ

কিশোরগঞ্জে গুরুদয়াল সরকারি কলেজ সংলগ্ন ওয়াচটাওয়ার এলাকায় নরসুন্দা নদীতে নিখোঁজ মোখলেস উদ্দিন ভুঁইয়া (২৮) নামে এক ছাত্রলীগ নেতার লাশ খুঁজছে পুলিশ।
সোমবার সকাল থেকেই পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল নরসুন্দা নদীতে ওয়াচ টাওয়ার সংলগ্ন ব্রিজের নিচে নিখোঁজ মোখলেস উদ্দিন ভুঁইয়ার লাশ খুঁজতে অভিযান পরিচালনা করছে। তবে বিকাল পর্যন্ত লাশ উদ্ধার বা খুঁজে পায়নি পুলিশ বা ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
নিখোঁজ মোখলেস উদ্দিন ভূইয়া (২৮) মিঠামইন উপজেলার কেওয়ারজোড় ইউনিয়নের ফুলপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে। তিনি কেওয়ারজোড় ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন। এছাড়াও কিশোরগঞ্জ কোর্টের পেশকারের সহযোগী হিসেবে কর্মরত ছিলেন।
মোখলেস গত ২৯ মার্চ রাতে হারুয়া বৌ বাজার এলাকার চুন্নু মিয়ার ভাড়া বাসা থেকে নিখোঁজ হন। আশেপাশের বিভিন্ন সিসিটিভি ফুটেজ দেখে শনিবার সকালে সিলেটের হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ এলাকা থেকে ৪ আসামিকে আটক করেছে পুলিশ। আটক আসামিদের ভাষ্য অনুযায়ী তারা নিখোঁজ মোখলেস উদ্দিন ভুঁইয়াকে হত্যা করে লাশ নরসুন্দা নদীতে ফেলে দিয়েছেন। সেই তথ্যের ভিত্তিতে পুলিশ লাশ উদ্ধারে অভিযানে নামে। রবিবার সন্ধ্যায় পুলিশ লাশ উদ্ধারে চেষ্টা চালায়। সোমবার সকাল থেকে পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল লাশ উদ্ধারে অভিযান চালাচ্ছে।
নিখোঁজ মোখলেস উদ্দিন ভুঁইয়ার বড় ভাই জানান, মোখলেস আমাদের ৮ ভাই বোনের মধ্যে সবার কলিজার টুকরা ছিল, সবার আদরের ছিল। মোখলেস নিখোঁজ হওয়ার পর এ ঘটনা শুনে আমার বাবা সঙ্গে সঙ্গে স্ট্রোক করে পরদিন মারা যান। আমার ভাইকে যারা হত্যা করে লাশ গুম করেছে তাদের ফাঁসি চাই।
কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধারে অভিযান চলছে। আশা করি দ্রুতই আমরা লাশের খোঁজ পাবো।
(ঢাকাটাইমস/২২এপ্রিল/প্রতিনিধি/পিএস)

মন্তব্য করুন