রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগকর্মীকে রড দিয়ে পেটালেন দুই সহকর্মী

বেরোবি প্রতিনিধি, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ৩০ এপ্রিল ২০২৪, ০৯:২৯

পূর্ব বিরোধের জেরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ছাত্রলীগের সভাপতি গ্রুপের এক কর্মীকে রড দিয়ে পিটিয়ে আহত করেছেন সাধারণ সম্পাদক গ্রুপের দুই কর্মী। আহত ছাত্রলীগকর্মীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার রাত ১০টাযর দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে। এ সময় ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সভাপতি গ্রুপের নেতাকর্মীরা কুড়িগ্রাম-ঢাকা মহাসড়ক অবরোধ করে অবস্থান নেন।

এর ২০ মিনিট পরে ছাত্রলীগ, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও পুলিশ প্রশাসনের প্রচেষ্টায় অবরোধ তুলে নেন কর্মীরা। এসময় রাস্তার দুই দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

পুলিশ জানায়, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি পোমেল বড়ুয়ার কর্মী পদার্থ বিজ্ঞান বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী পিপাস পার্কের মোড়ে চা খাচ্ছিলেন। হঠাৎই সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান শামীম গ্রুপের কর্মী ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী লিওন ও রিমু রড নিয়ে তার ওপর হামলা চালিয়ে পেটাতে শুরু করে। এতে গুরুতর আহত হন পিপাস।

খবর পেয়ে দুই পক্ষই আলাদা আলাদা অবস্থান নেয়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তাদের মাঝখানে অবস্থান নেযন।

এর আগে গত ডিসেম্বরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে যাতায়াতের সময় পিপাসের সঙ্গে ধাক্কা লাগে লিওনের। এ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে লিওনকে মারধর করে পিপাস। ওই ঘটনার জেরে এই হামলার ঘটনা ঘটেছে বলেও জানিয়েছে পুলিশ।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর শরিফুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে।’

(ঢাকাটাইমস/৩০এপ্রিল/এজে)

সংবাদটি শেয়ার করুন

শিক্ষা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিক্ষা এর সর্বশেষ

‘প্রাচ্যের মানবিকতা ও ঐতিহ্যপূর্ণ সংস্কৃতির প্রাণশক্তি দিয়ে বিশ্বকে গড়ে তুলতে হবে’

‘শেখ হাসিনার প্রত্যাবর্তনের মধ্য দিয়ে ফিরে এসেছে বাংলাদেশের স্বয়ংসম্পূর্ণতা’

লেখাপড়ায় থিউরির পাশাপাশি ব্যবহারিক জ্ঞান অর্জন করতে হবে: চবি উপাচার্য

হাবিপ্রবিতে পক্ষকালব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন 

ইবিতে ১২ কোটি টাকা ব্যয়েও মিলছে না কাঙ্ক্ষিত পরিবহন সেবা

একাদশে পাঠদান শুরু ৩০ জুলাই

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ২য় বর্ষের ফলাফল প্রকাশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আইসিটি কনসালটেন্ট সরোয়ারের মৃত্যুতে উপাচার্যের শোক

নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের মানববন্ধন

ইউআইটিএস-এ সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিদায় সংবর্ধনা 

এই বিভাগের সব খবর

শিরোনাম :