সারাদেশের মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ৩০ এপ্রিল ২০২৪, ১৬:২৪ | প্রকাশিত : ৩০ এপ্রিল ২০২৪, ১৬:২১

তীব্র তাপপ্রবাহের কারণে আদালতের নির্দেশনায় সারাদেশে মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ থাকছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

মঙ্গলবার বিকালে সচিবালয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আমরা এখন পর্যন্ত দাপ্তরিকভাবে, সুনির্দিষ্টভাবে অবগত নেই। সংবাদমাধ্যমে দেখেছি। আমরা আদালতের আদেশের প্রতি শ্রদ্ধাশীল। এই মুহূর্তে মন্তব্য করবো না। তবে নীরবতাটা সম্মতির লক্ষণ (আদালতের আদেশে মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ)।’

এদিকে গত রবিবার স্কুল-মাদরাসা খোলার পর তীব্র তাপপ্রবাহের কারণে সারাদেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের অসুস্থতার খবর প্রকাশিত হয়েছে। এর প্রেক্ষিতে সোমবার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় এবং মাদরাসার ক্লাস আগামী বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ রাখতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।

আদেশের পর অসন্তুষ্ট হয়ে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করবেন জানিয়ে তিনি বলেন, ‘সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধে এক ধরনের মানসিকতা তৈরি হচ্ছে। সবকিছুতেই কেন শিক্ষা মন্ত্রণালয়ের ওপর আদালতের নির্দেশনা নিয়ে আসতে হবে?’ এরপর আজ আপিল না করার কথা জানালেন তিনি।

দীর্ঘ এক মাসেরও বেশি সময় ধরে বন্ধ ছিল শিক্ষাপ্রতিষ্ঠান। কিন্তু এপ্রিলের শুরু থেকেই তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন। ফলে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দিনই শিক্ষক ও শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে। পরে সর্বশেষ নতুন করে ২৭ জেলার শিক্ষাপ্রতিষ্ঠান একদিন বন্ধ ঘোষণা করা হয় এবং প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয় বৃহস্পতিবার পর্যন্ত।

(ঢাকাটাইমস/৩০এপ্রিল/টিএ/এসআইএস)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

বাসাবোতে ৩ শ্রমিকের মৃত্যু: ভবন মালিক ও ঠিকাদারকে আসমি করে মামলা

সরকারি-বেসরকারি প্রচেষ্টায় আত্মহত্যা নিরসন করা সম্ভব: প্রতিমন্ত্রী সিমিন

আবারও দুদিনের হিট অ্যালার্ট জারি

টুরিস্ট ভিসায় বাংলাদেশিদের ভারত ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি

‘শিল্পের মাধ্যমে পরিবেশের সচেতনতা বৃদ্ধিতে তরুণদের ভূমিকা রাখার আহ্বান’

এআই মানুষের জীবনধারাকে সহজ করলেও এটি সভ্যতার জন্য ঝুঁকি: পলক

স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মন্দির, গির্জা-প্যাগোডায় বিশেষ প্রার্থনা

বঙ্গবন্ধুকন্যা হওয়ায় শেখ হাসিনার কাছে মানুষের প্রত্যাশা বেশি: ড. আনোয়ার

১০ হাজারের বেশি অবৈধ বাংলাদেশিকে দ্রুত ফেরত পাঠাবে যুক্তরাজ্য

বাসাবোতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে যাওয়া আরও এক শ্রমিকের মৃত্যু

এই বিভাগের সব খবর

শিরোনাম :