রংপুরে ধর্ষণ মামলায় যুবকের মৃত্যুদণ্ড

ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে লাভলু মিয়া ওরফে লয়েট নামে এক যুবকের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার দুপুরে রংপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. মোস্তফা কামাল আসামির উপস্থিতিতে এ রায় দেন।
মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা গেছে, রংপুরের মিঠাপুকুর উপজেলায় জাফরপুর গ্রামে ২০২১ সালের ১ সেপ্টেম্বর দুপুরে ওই স্কুলছাত্রীকে ধর্ষণ করেন একই গ্রামের মতিয়ার রহমানের ছেলে লাভলু মিয়া ওরফে লয়েট। এ ঘটনায় মেয়ের বাবা বাদী হয়ে ৩ সেপ্টেম্বর লয়েটকে আসামি করে মিঠাপুকুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলার পর পুলিশ লয়েটকে গ্রেপ্তার করে।
মামলা দায়েরের পর লয়েটের মা ও বাবাসহ পরিবারের অন্য সদস্যরা মামলা তুলে নেওয়ার হুমকিসহ ওই স্কুলছাত্রীর বাড়িতে গিয়ে তাকে মেরে ফেলার হুমকি প্রদান করে। একপর্যায়ে স্কুলছাত্রী মানসিক চাপ সহ্য করতে না পেরে ওই বছরের ২৫ সেপ্টেম্বর রাতে বিষপান করে। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় মেয়েটির বাবা মনছুর আলী বাদী হয়ে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে লয়েটের বাবা মতিয়ার রহমান ও মা লাভলী বেগমকে আসামি করে ৩০ সেপ্টেম্বর আরও একটি মামলা দায়ের করেন। যা এখনও বিচারাধীন।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী সরকারি কৌঁসুলি (পিপি) রফিক হাসনাইন বলেন, রায়ে আসামির মৃত্যুদণ্ড দেওয়ায় আমরা সন্তুষ্ট। দ্রুত রায় কার্যকরের দাবি জানাই।
(ঢাকা টাইমস/০৯মে/প্রতিনিধি/এসএ)

মন্তব্য করুন