উপজেলা নির্বাচন: সব থেকে কম ভোট পড়েছে কুষ্টিয়ায়, বেশি জয়পুরহাটের ক্ষেতলালে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ মে ২০২৪, ১৬:৪৩| আপডেট : ০৯ মে ২০২৪, ১৬:৫৯
অ- অ+

প্রথম ধাপের ১৩৯ উপজেলা পরিষদ নির্বাচনে ৩৬ দশমিক ১ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আলমগীর। তিনি বলেন, প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে সবচেয়ে কম ভোট পড়েছে কুষ্টিয়া সদর উপজেলায়। সেখানে ভোট পড়েছে ১৭ শতাংশ। সর্বোচ্চ ভোট পড়েছে জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলায়। সেখানে ভোট পড়েছে ৭৩ দশমিক ১ শতাংশ

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে ইসি আলমগীর এ তথ্য জানান।

কমিশনার আলমগীর বলেন, নির্বাচনে ছোটখাটো ৩৭টি ঘটনা ঘটেছে। এসব ত্রুটিকে বড় করে দেখার সুযোগ নেই। বিএনপি নির্বাচনে অংশ নেয়নি। এছাড়া জাতীয় পার্টির প্রার্থী কম ছিল। সঙ্গে ধান কাটা এবং বৃষ্টির কারণে অনেক জায়গায় ভোট পড়ার হার কম বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, বার্তা ছিল ভোট সুষ্ঠু হতে হবে৷ নিজের ভোট নিজে দেবে। জালভোট হলে কঠিন শাস্তি। আইনশৃঙ্খলা পরিস্থিতিরও অবনতি করা যাবে না। এমন বার্তায় এবারের ভোট ভালো হয়েছে।

এর আগে গতকাল বুধবার বিকালে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল জানিয়েছিলেন, প্রথম ধাপের উপজেলা নির্বাচনে ৩০ থেকে ৪০ শতাংশ ভোট পড়েছে।

(ঢাকাটাইমস/০৯মে/এলএম/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইতালিয়ান পার্লামেন্টের একটি কক্ষে ইমিগ্রেশন সমস্যা নিয়ে আলোচনা সভা
ভারতে যাওয়ার সময় জীবননগর উপজেলার সাবেক চেয়ারম্যান মোর্তুজা গ্রেপ্তার
নিষিদ্ধ সংগঠন কর্মকাণ্ড চালালেই ব্যবস্থা: রেজাউল করিম
শ্রীপুরে পিকআপের ধাক্কায় সিএনজিচালক নিহত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা