মেহেরপুরে স্বামীর হাঁসুয়ার কোপে স্ত্রীর মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ মে ২০২৪, ১১:২৫
অ- অ+

মেহেরপুর জেলার সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে স্বামীর হাঁসুয়ার কোপে স্ত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্বামী এলাহি বক্সকে আটক করা হয়েছে।

শুক্রবার ভোরে উপজেলার গোভিপুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় জানান, শুক্রবার ভোরে নামাজ পড়তে ওঠেন স্ত্রী সালেহা খাতুন। এসময় দুজনের মধ্যে কোনো বিষয় নিয়ে কথা কাটাকাটি হলে ঘরে থাকা হাঁসুয়া দিয়ে কোপ মারেন এলাহি বক্স। এতে সালেহা খাতুন পড়ে গিয়ে চিৎকার শুরু করলে পরিবারের অন্য সদস্য ও প্রতিবেশীরা তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মেহেরপুর জেনারেল হাসপাতালের চিকিৎসক শফিকুল ইসলাম বলেন, গুরুতর অবস্থায় সালেহা খাতুনকে ভর্তি করা হয়। তবে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাকে বাঁচানো সম্ভব হয়নি।

মেহেরপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, এলাহি বক্সকে আটক করা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা ও তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকা টাইমস/১০মে/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা