চাঁদপুরের ফরিদগঞ্জ থানার ওসি প্রত্যাহার

ষষ্ঠ উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপের ভোটগ্রহণ বুধবার (২৯ মে) ইভিএমের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার স্বার্থে চাঁদপুরের ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলামকে প্রত্যাহার করে চট্টগ্রাম রেঞ্জ কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
নির্বাচন কমিশনের উপ-সচিব মিজানুর রহমানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে সোমবার বিকালে এ তথ্য নিশ্চিত হওয়া যায়।
চিঠির সূত্রে জানা গেছে, চাঁদপুরের ফরিদগঞ্জ থানার ওসিকে সোমবারই রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করার নির্দেশনা রয়েছে।
বিষয়টি নিশ্চিত করে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ফরিদগঞ্জ-হাজীগঞ্জ) সার্কেল পংকজ কুমার দে বলেন, ‘ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলামকে প্রত্যাহার করে রেঞ্জ ডিআইজির কার্যালয়ে যোগদানের জন্য বলা হয়েছে।’
(ঢাকাটাইমস/২৮মে/এজে)

মন্তব্য করুন