চাঁদপুরের ফরিদগঞ্জ থানার ওসি প্রত্যাহার

চাঁদপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ মে ২০২৪, ১০:০৩
অ- অ+

ষষ্ঠ উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপের ভোটগ্রহণ বুধবার (২৯ মে) ইভিএমের মাধ্যমে অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার স্বার্থে চাঁদপুরের ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলামকে প্রত্যাহার করে চট্টগ্রাম রেঞ্জ কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

নির্বাচন কমিশনের উপ-সচিব মিজানুর রহমানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে সোমবার বিকালে এ তথ্য নিশ্চিত হওয়া যায়।

চিঠির সূত্রে জানা গেছে, চাঁদপুরের ফরিদগঞ্জ থানার ওসিকে সোমবারই রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করার নির্দেশনা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ফরিদগঞ্জ-হাজীগঞ্জ) সার্কেল পংকজ কুমার দে বলেন, ‘ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুল ইসলামকে প্রত্যাহার করে রেঞ্জ ডিআইজির কার্যালয়ে যোগদানের জন্য বলা হয়েছে।’

(ঢাকাটাইমস/২৮মে/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জাবিপ্রবিতে পরীক্ষা দিতে আসা ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশে দিল শিক্ষার্থীরা
দেশে ফিরলেন খালেদা জিয়া
খালেদা জিয়ার অপেক্ষায় ফিরোজার সামনে নেতাকর্মীদের ঢল
ভয়ংকর এক ‘ইনসাফ’ নিয়ে হাজির মোশাররফ করিম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা