লোকসভা নির্বাচন: মান্ডি থেকে জয়ের পথে বলিউড অভিনেত্রী কঙ্গনা

বিনোদন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ জুন ২০২৪, ১৬:৩৪| আপডেট : ০৪ জুন ২০২৪, ১৬:৩৮
অ- অ+

প্রথমবার ভোটে লড়ছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা আসন থেকে বর্তমান ক্ষমতাসীন দল বিজেপির হয়ে লড়ছেন তিনি। দুপুর ১টা পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, ৬৯,৩৩৫ ভোটে এগিয়ে কঙ্গনা। নিজের জয় নিয়ে নিশ্চিত অভিনেত্রী, তা স্পষ্ট তার সামাজিক মাধ্যমের পোস্ট থেকে।

মঙ্গলবার দুপুরে এক্স-এ (টুইটার) নিজের ও মায়ের বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন কঙ্গনা। ছবিতে দেখা যাচ্ছে, তিনি তার মায়ের কাছ থেকে আশীর্বাদ নিচ্ছেন এবং তার মা তাকে দই ও চিনি খাওয়াচ্ছেন। হাতের ইমোটিকন দিয়ে ছবিগুলোর সঙ্গে তিনি লেখেন, ‘মা হলেন ভগবানের রূপ, আজ আমার মা আমাকে দই ও চিনি খাওয়াচ্ছেন।’

জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী কঙ্গনার জন্য ৪ জুন নিঃসন্দেহে বড় দিন। সংবাদ সংস্থা এএনআই-এর পোস্ট করা একটি ভিডিওতে অভিনেত্রী জানিয়েছেন, তিনি তার নির্বাচনি এলাকার মানুষের সেবা করবেন।

কঙ্গনা বলেন, ‘মেয়েদের অপমানকে ভালোভাবে নেয়নি মান্ডি। মুম্বাই যাওয়ার কথা যদি বলেন, তাহলে বলব এটা হিমাচল প্রদেশ, আমার জন্মভূমি এবং আমি এখানকার মানুষের সেবা করে যাবো। তাই কোথাও যাচ্ছি না। হয়তো অন্য কাউকে ব্যাগ গুছিয়ে চলে যেতে হবে। আমি কোথাও যাচ্ছি না।’

এই মুহূর্তে হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা আসন থেকে এগিয়ে রয়েছেন কঙ্গনাই। ২০১৪ এবং ২০১৯ সালেও মান্ডি লোকসভা আসনটি ছিল ভারতীয় জনতা পার্টি বা বিজেপির দখলে। এখান থেকে রাম স্বরূপ শর্মা যথাক্রমে ৪৯.৯৭ শতাংশ এবং ৬৮.৭৫ শতাংশ ভোট পেয়ে জিতেছিলেন।

কঙ্গনা বহু বছর ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বিজেপির সোচ্চার সমর্থক। তবে এই বছরের শুরুতে যখন তার প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছিল, তখন তিনি আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিয়েছিলেন। কঙ্গনার দাদা সরজু সিং রানাওয়াত ছিলেন বিধায়ক। এবার কঙ্গনার পালা।

(ঢাকাটাইমস/০৪জুন/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
উত্তরা আবাসিক এলাকা পরিদর্শনে রাজউক চেয়ারম্যান, দখলকৃত প্লট উদ্ধারের নির্দেশ
চীনের সঙ্গে শুল্কসংক্রান্ত আলোচনায় বসতে আগ্রহী যুক্তরাষ্ট্র
ধর্ম মন্ত্রণালযের অনুরোধ: অনুমতি ছাড়া হজ নয়
বার্তা না মেনে মদিনা থেকে ঢাকায় বিমান, অবতরণ করতে হলো সিলেটে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা