জম্মু-কাশ্মীরের দুই সাবেক মুখ্যমন্ত্রীর পরাজয় স্বীকার

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ জুন ২০২৪, ১৮:২১| আপডেট : ০৪ জুন ২০২৪, ১৮:২৪
অ- অ+

লোকসভা নির্বাচনের সম্পূর্ণ ফল সামনে আসার আগেই পরাজয় স্বীকার করে নিলেন কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের দুই সাবেক মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এবং মেহবুবা মুফতি। এবারের নির্বাচনে একজন প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বারামুলা লোকসভা আসন থেকে। আরেকজন লড়ছিলেন অনন্তনাগ-রাজৌরি লোকসভা কেন্দ্র থেকে।

বুথফেরত জরিপে ওমর আবদুল্লার জয়ের পূর্বাভাস দেওয়া হয়েছিল। কিন্তু সারা দেশের মতোই এখানেও ব্যর্থ বুথফেরত জরিপ।

মঙ্গলবার বারামুলা ডিগ্রী কলেজে ভোট গণনার শুরু থেকেই এগিয়ে যান স্বতন্ত্র প্রার্থী আব্দুল রশিদ শেখ। প্রতিটি রাউন্ড গণনার সঙ্গে সঙ্গে ব্যবধান ক্রমেই বেড়েছে। শেষ পর্যন্ত দেখা যায় স্বতন্ত্র প্রার্থী আব্দুল রশিদ শেখের কাছে প্রায় ২ লাখ ভোটের ব্যবধানে হেরেছেন ওমর আবদুল্লাহ। যদিও বর্তমানে এক ইউএপিএ মামলায় তিহার জেলে বন্দি আছেন আব্দুল রশিদ। রশিদ তিহার জেল থেকেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। তার হয়ে প্রচার করেছিলেন তার ছেলে আবরার রশিদ।

এরপরই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে ন্যাশনাল কনফারেন্স দলের সহ-সভাপতি ওমর আব্দুল্লাহ বলেন, ‘আমি মনে করি এটা অনিবার্য হার মেনে নেওয়ার সময়। উত্তর কাশ্মীরে জয়ের জন্য ইঞ্জিনিয়ার রশিদকে অভিনন্দন। জয়ের ফলে তিনি কারাগার থেকে দ্রুত মুক্তি পাবেন বলে আমি মনে করি না। উত্তর কাশ্মীরের জনগণও লোকসভায় তাদের প্রতিনিধিকে পাবেন না। এটা তাদের অধিকার। ভোটাররা তাদের মত প্রকাশ করেছেন, গণতন্ত্রে এটিই গুরুত্বপূর্ণ।’

অন্যদিকে এবারের নির্বাচনে ভরাডুবি হয়েছে পিপলস ডেমোক্রেটিক পার্টির। দলের সভাপতি তথা সাবেক মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিও অনন্তনাগ-রাজৌরি লোকসভা কেন্দ্রে ন্যাশনাল কনফারেন্সের প্রার্থী মিয়াঁ আলতাফের কাছে হেরেছেন।

ভোট গণনা শেষে দেখা যায়, মিয়াঁ আলতাফ আহমেদের কাছে ২ লাখ ৮০ হাজারের বেশি ভোটে হেরেছেন মেহেবুবা মুফতি।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে মেহবুবা মুফতি লিখেছেন, ‘জনগণের রায়কে সম্মান জানিয়ে আমি আমার পিডিপি কর্মী ও নেতাদের ধন্যবাদ জানাচ্ছি। সমস্ত প্রতিকূলতা সত্ত্বেও তারা কঠোর পরিশ্রম করেছেন, সমর্থন করেছেন। যারা আমায় ভোট দিয়েছেন, তাদের প্রতি আমার গভীর কৃতজ্ঞতা রইল। জয়-পরাজয় খেলারই অংশ এবং এতে আমাদের পথ বন্ধ হয়ে যাবে না। জয়ের জন্য মিয়াঁ সাহেবকে অভিনন্দন।’

এই দুই আসন ছাড়া, জম্মু ও কাশ্মীরের শ্রীনগর লোকসভা আসনে ন্যাশনাল কনফারেন্সের আগা সৈয়দ রুহুল্লা মেহেদি এবং বিজেপি সাংসদ জুগল কিশোর শর্মা ও জিতেন্দ্র সিং যথাক্রমে জম্মু ও উধমপুর আসন থেকে জয়ী হয়েছেন।

সূত্র: হিন্দুস্তান টাইমস

(ঢাকাটাইমস/০৪জুন/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভারতের ‘পুশ-ইন’ প্রচেষ্টা অন্যায্য: জাতীয় নিরাপত্তা উপদেষ্টা
ভারত-পাকিস্তানের সামরিক হামলার নিন্দা, শান্তিপূর্ণ সমাধানের আহ্বান তারেক রহমানের
সিআইডি প্রধান হলেন ছিবগাত উল্লাহ
ছদ্মবেশে শেরপুর বিআরটিএ অফিসে দুদকের অভিযান, অনিয়মের প্রমাণ সংগ্রহ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা