দিল্লিতে ৭ আসনেই এগিয়ে বিজেপি

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ জুন ২০২৪, ১৯:২২| আপডেট : ০৪ জুন ২০২৪, ২০:১৬
অ- অ+

মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তারও রাজধানী দিল্লিতে বিজেপির বিরুদ্ধে বিশেষ সুবিধা করতে পারেনি কংগ্রেস-আম আদমি পার্টি জোট। এখন পর্যন্ত দিল্লির সবকটি (৭টি) লোকসভা আসনেই এগিয়ে রয়েছেন নরেন্দ্র মোদির দল বিজেপির প্রার্থীরা।

মঙ্গলবার ভোটগণনা সর্বশেষ পাওয়া ফলাফলে দেখা গেছে, নয়াদিল্লি লোকসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের কন্যা বাঁশুরি স্বরাজ এগিয়ে রয়েছেন, ৩১ হাজারের বেশি ভোটে পিছিয়ে রয়েছেন আপের সোমনাথ ভারতী।

অন্যদিকে কংগ্রেস প্রার্থী কানহাইয়া কুমারকে পেছনে ফেলে দিল্লি উত্তর-পূর্ব লোকসভা কেন্দ্র থেকে ১ লাখ নয় হাজার ১৩০ ভোটে এগিয়ে গিয়েছেন বিজেপির মনোজ তিওয়ারি।

দিল্লি উত্তর-পশ্চিম লোকসভা কেন্দ্র থেকে কংগ্রেসের উদিত রাজকে পেছনে ফেলে এগিয়ে গিয়েছেন যোগেন্দ্র চান্দোলিয়া। বাকি ৪ আসনেও এক চিত্র দেখা গেছে।

প্রসঙ্গত, মাত্র সাতটি আসন থাকলেও দিল্লির রয়েছে উল্লেখযোগ্য রাজনৈতিক গুরুত্ব। ২০১৪ ও ২০১৯ সালের লোকসভা নির্বাচনেও টানা দুই বার দিল্লির সাত আসনের সাতটিই জিতেছিল বিজেপি। তা হলে কি এবারও বিজেপির ওপরই আস্থা রাখছেন দিল্লিবাসী? কেন্দ্রীয় এজেন্সির অপব্যবহারের অভিযোগ, অরবিন্দ কেজরিওয়ালের গ্রেপ্তার, আম আদমি পার্টি এবং কংগ্রেসের জোট সব কিছুই কি ফিকে এখানে? আপাতত সে দিকেই স্পষ্ট ইঙ্গিত। যদিও ভোটগণনা শেষ হতে এখনো বেশ খানিকটা সময় বাকি আছে।

সূত্র: এপিবি লাইভ

(ঢাকাটাইমস/০৪জুন/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভারতের ‘পুশ-ইন’ প্রচেষ্টা অন্যায্য: জাতীয় নিরাপত্তা উপদেষ্টা
ভারত-পাকিস্তানের সামরিক হামলার নিন্দা, শান্তিপূর্ণ সমাধানের আহ্বান তারেক রহমানের
সিআইডি প্রধান হলেন ছিবগাত উল্লাহ
ছদ্মবেশে শেরপুর বিআরটিএ অফিসে দুদকের অভিযান, অনিয়মের প্রমাণ সংগ্রহ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা