রামমন্দিরের আসনেও বিজেপির হার

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ জুন ২০২৪, ১৯:২৮
অ- অ+

ভারতের লোকসভা নির্বাচনের আগে আগে অযোধ্যার বাবরি মসজিদের জায়গায় উদ্বোধন করা হয়েছিল নতুন রামমন্দির। এটি ভারতের হিন্দু ভোটারদের মন জয়ের চেষ্টা, বলেছিলেন বিশ্লেষকরা। আর দেশটির বিরোধী নেতারা একে ধর্ম নয়, রাজনীতি বলে মন্তব্য করেছিলেন।

অষ্টাদশ নির্বাচনের ফলাফল প্রকাশ হচ্ছে আজ সকাল থেকে। এরই মধ্যে অধিকাংশ আসনের ভোট গণনার ফল জানা হয়েছে। এতে দেখা যায়, বিজেপির ঘাঁটি বলে পরিচিত উত্তর প্রদেশে মোদি জোটকে রক্ষা করতে পারেনি রামমন্দির।

উত্তর প্রদেশের ৮০টি আসনের মধ্যে বিজেপির জোট এনডিএ এগিয়ে মাত্র ৩৬টি আসন। ইন্ডিয়া জোট এগিয়ে আছে ৪৩টি আসনে। ২০১৯ সালের নির্বাচনে এনডিএ জোট ৬২ আসনে জয়ী হয়। এবার উত্তর প্রদেশে কংগ্রেসের ইন্ডিয়া জোটের বড় শরিক সমাজবাদী পার্টি (এসপি) একাই ৩৮ আসন পেতে যাচ্ছে।

প্রাচীন স্থাপনা বাবরী মসজিদ ভেঙে রামমন্দির যে স্থানে গড়ে তোলা হয়েছে, অযোধ্যার সেই ফয়জাবাদে হেরে গেছেন ক্ষমতাসীন বিজেপির প্রার্থী। বিজয়ী হয়েছেন সমাজবাদী পার্টির প্রার্থী অবধেশ প্রসাদ।

নির্বাচনের ফলে দেখা যায়, এ আসনে বিজেপি নেতা লালু সিং ৪৮ হাজার ভোটে পিছিয়ে আছেন। এরই মধ্যে তিনি হার স্বীকার করেছেন। তিনি বলেছেন, ‘আমরা নিজেদের সম্মানটা ধরে রাখতে পারলাম না।’

চলতি বছরের জানুয়ারিতে জাঁকজমকপূর্ণভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অযোধ্যায় রামমন্দির উদ্বোধন ও বিগ্রহে প্রাণ প্রতিষ্ঠা করেন। অনুষ্ঠানটি ভারতের বিভিন্ন টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয়েছিল। এ ছাড়া বিভিন্ন মন্দিরের পাশাপাশি বিজেপির কার্যালয়গুলোয় বড় পর্দায় এই অনুষ্ঠান দেখানো হয়েছিল।

নির্বাচনের আগে এখানে যখন রামমন্দির প্রতিষ্ঠা করা হয়, তখন বিশ্লেষকেরা বলেছিলেন, নির্বাচনে ভোটার টানতেই এই সময়ে মন্দির উদ্বোধন করা হয়।

(ঢাকাটাইমস/০৪জুন/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভারতের ‘পুশ-ইন’ প্রচেষ্টা অন্যায্য: জাতীয় নিরাপত্তা উপদেষ্টা
ভারত-পাকিস্তানের সামরিক হামলার নিন্দা, শান্তিপূর্ণ সমাধানের আহ্বান তারেক রহমানের
সিআইডি প্রধান হলেন ছিবগাত উল্লাহ
ছদ্মবেশে শেরপুর বিআরটিএ অফিসে দুদকের অভিযান, অনিয়মের প্রমাণ সংগ্রহ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা