‘ঈশ্বর প্রেরিত পুরুষ’ পতন ঠেকাতে পারলেন না

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ জুন ২০২৪, ২০:১১| আপডেট : ০৪ জুন ২০২৪, ২০:৪৭
অ- অ+

‘আমি নিশ্চিত হয়ে গেছি, আমাকে পরমাত্মা পাঠিয়েছেন। এত শক্তি আমি কোনো জৈবিক প্রক্রিয়া থেকে পাইনি। ঈশ্বর আমাকে দিয়ে কাজ করাতে চান, সেজন্য আমাকে এই শক্তি তিনিই দিয়েছেন। আমাকে সামর্থ্যও তিনি দিয়েছেন, সদিচ্ছাও তিনি দিয়েছেন, প্রেরণাও তিনিই দিচ্ছেন।’

ষষ্ঠ দফা ভোট শেষে যখন নির্বাচনি হাওয়া বিজেপির খুব একটা অনুকূলে নেই বলে গুঞ্জন চারদিকে, ঠিক সেই সময় নিজেকে দেবতা প্রেরিত পুরুষ বলে দাবি করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বিজেপি নেতার আধ্যাত্মিকতার ঝোঁক এখানেই শেষ নয়, সপ্তম তথা শেষ দফার ভোটের প্রচার শেষ করেই কন্যাকুমারীর উদ্দেশে রওনা দেন তিনি। সেখানকার বিবেকানন্দ রক মেমোরিয়ালের ‘ধ্যানম পম’-এ ৪৮ ঘণ্টার ধ্যানে বসেন তিনি।

এত কিছুও করেও শেষ রক্ষা হলো না মোদির দলের। দেবতা প্রেরিত পুরুষ ঘোষণা করেও দলের পতন ঠেকাতে পারলেন না প্রধানমন্ত্রী নরেন্দ দামোদর দাস। ১০ বছর পর এবার বরং একক সংখ্যাগরিষ্ঠতা হারাল তার দল। একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় ফলে একদলীয় শাসনের সমাপ্তি হতে চলেছে ভারতে। এখন মোদিকে তার ‘পরমাত্মা’ নয়, আশ্রয় নিতে হবে জোটের শরিক বিশেষ করে টিডিপি ও জেডিইউর কাছে।

এককভাবে বিজেপি ৩৭০ আসনে জিতবে- মোদি এমন দাবি করে এলেও চূড়ান্ত ফলাফলে তার দলকে ২৪০-এর আশপাশে আসন নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে। ফলে সরকার গঠন করতে ২৭২ আসন পূরণের জন্য তাদের দ্বারস্ত হতে হবে জোটের শরিকদের কাছে। গত নির্বাচনে একাই ৩০৩টি আসন পাওয়া মোদির বিজেপি এবার নির্বাচনের প্রচারণায় ‘৪০০ পার’ রব তুলেছিল। সেই আশাও গুড়ে বালি।

গত ২৪ মে সংবাদমাধ্যম এনডিটিভির সঙ্গে একান্ত সাক্ষাৎকারে নরেন্দ মোদি নিজেকে ‘ঈশ্বর প্রেরিত’ বলে দাবি করেন। তিনি বলেন, ঈশ্বর আমাকে বিভিন্ন কাজ করার জন্য ‘নির্দেশ’ দেন। ঈশ্বর কখনো তার আসল লক্ষ্যের কথা প্রকাশ্যে বলেন না। আমি কী করি, তা দেখেন।’

(ঢাকাটাইমস/০৪জুন/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভারতের ‘পুশ-ইন’ প্রচেষ্টা অন্যায্য: জাতীয় নিরাপত্তা উপদেষ্টা
ভারত-পাকিস্তানের সামরিক হামলার নিন্দা, শান্তিপূর্ণ সমাধানের আহ্বান তারেক রহমানের
সিআইডি প্রধান হলেন ছিবগাত উল্লাহ
ছদ্মবেশে শেরপুর বিআরটিএ অফিসে দুদকের অভিযান, অনিয়মের প্রমাণ সংগ্রহ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা