২০ বছরে দুই হাজারের বেশি সাংবাদিক নিহত: মিডিয়া মনিটরিং গ্রুপ

২০ বছরে সারা বিশ্বে দুই হাজারের বেশি সাংবাদিককে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে জেনেভা ভিত্তিক মনিটরিং গ্রুপ প্রেস এম্বলেম ক্যাম্পেইন (পিইসি)। এ হিসেবে প্রতি বছর গড়ে ১০০ জন সাংবাদিক প্রাণ হারিয়েছেন।
মঙ্গলবার ২০তম বার্ষিকীতে পিইসি প্রেসিডেন্ট ব্লেইস লেম্পেনি এই পরিসংখ্যান তুলে ধরে বলেন, ‘এ সংখ্যা অত্যন্ত বেশি, আমাদের প্রধান উদ্বেগ হল দায়মুক্তি যা সাংবাদিকদের বিরুদ্ধে সংঘটিত বেশিরভাগ অপরাধকে চিহ্নিত করে।’
পিইসি বলেছে, গত ২০ বছরে ২০০৩ থেকে ইরাকের যুদ্ধ, ২০১১ থেকে সিরিয়ার যুদ্ধ, ২০২২ সালে ইউক্রেনের যুদ্ধ এবং ২০২৩ সালের অক্টোবর থেকে গাজা সংঘাতে সবচেয়ে বেশি সাংবাদিক নিহত হয়েছেন।
সংস্থাটির দাবি, গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতকাল সাংবাদিকদের জন্য সবচেয়ে মারাত্মক। যেখানে এত অল্প সময়ের মধ্যে (আট মাস) প্রায় ১৩০ সাংবাদিক প্রাণ হারিয়েছেন। সংখ্যাটি ২০১১ থেকে ২০২০ সালের মধ্যে সিরিয়ার গৃহযুদ্ধে রেকর্ডকৃত নিহতের সংখ্যার সমান (১৩০ সাংবাদিক নিহত)।
পিইসির এক বিবৃতিতে বলা হয়, সামগ্রিকভাবে ২০০৪ থেকে ২০২৩ সালের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক সাংবাদিক হত্যার শিকার হয়েছে মেক্সিকোতে। দেশটিতে গত ২০ বছরে ২০০ জনেরও বেশি সাংবাদিক নিহত হয়েছেন।
২০০৪ সাল থেকে পরবর্তী সবচেয়ে বিপজ্জনক দেশগুলো হল ফিলিস্তিন (গাজা এবং পশ্চিম তীর), সিরিয়া, ইরাক, পাকিস্তান, আফগানিস্তান, ফিলিপাইন, ভারত, হন্ডুরাস এবং সোমালিয়া।
২০১০ সাল থেকে জাতিসংঘের বিশেষ পরামর্শমূলক মর্যাদা পাওয়া গোষ্ঠীটি আরও দাবি করেছে, ইউনেস্কো সাংবাদিকদের সুরক্ষার জন্য একটি পরিকল্পনা তৈরি করেছে এবং জাতিসংঘের সাধারণ পরিষদ ও মানবাধিকার কাউন্সিল বেশ কয়েকটি প্রস্তাব গ্রহণ করেছে। তবে, এই কূটনৈতিক প্রচেষ্টাগুলো সশস্ত্র সংঘাতে ব্যর্থ হয়েছে।
সূত্র: আনাদোলু
(ঢাকাটাইমস/০৪জুন/এমআর)

মন্তব্য করুন