সরকার গঠনের আশা ছাড়ছে না কংগ্রেস, আলোচনায় নীতিশ-নাইডু

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ জুন ২০২৪, ২৩:২৫
অ- অ+
যুক্ত ছবিতে নীতিশ (বামে) ও নাইডু (ডানে)

ধর্মীয় মেরুকরণসহ নানাভাবে ম্যাজিক দেখাতে চেয়েও ব্যর্থ হয়েছেন নরেন্দ্র মোদি। একদশক পর নিরঙ্কুশভাবে সরকার গঠন নিয়ে চিন্তার ভাঁজ এখন মোদির কপালে। যদিও জোটগতভাবে এখনো নরেন্দ্র মোদিই তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন বলে ধারণা। তবে জোট সরকার গঠনের আশা ছাড়ছে না কংগ্রেসও। তারাও সরকার গঠনের সম্ভাবনাকে উড়িয়ে দিচ্ছে না।

ভারতের লোকসভায় নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে সরকার গঠন করতে হলে একটি দলকে অন্তত ২৭২টি আসন পেতে হবে। কিন্তু এখন পর্যন্ত পাওয়া ভোটের ফলাফলে দেখা গেছে, বিজেপি কিংবা কংগ্রেস- কেউই এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যক আসন পায়নি। কাজেই ক্ষমতার আসনে বসতে হলে তাদেরকে অন্যদলের সঙ্গে জোট গঠন করতে হবেই। মোদির নেতৃত্বাধীন এনডিএ জোট মোট ২৯৪টি আসনে পেয়ে এগিয়ে রয়েছে। অন্যদিকে, রাহুল গান্ধীর ইন্ডিয়া জোটের দখলে আছে ২৩২টি আসন। যেখানে লোকসভার মোট আসন ৫৪৩টি। অর্থাৎ বাকী ৯টি আসন পেয়েছে স্বতন্ত্র প্রাথীরা।

আপাতদৃষ্টিতে সরকার গঠনের দৌড়ে মোদি এগিয়ে রয়েছেন মনে হলেও মুহুর্তেই দৃশ্যপট পাল্টে যেতে পারে; যদি মিত্র দলগুলো জোট বদলের সিদ্ধান্ত নেয়। মোদির নেতৃত্বাধীন জোট এনডিএ’র দলগুলোর মধ্যে বিজেপির পরে বেশি আসনে এগিয়ে রয়েছে বিহারের জনতা দল (ইউনাইটেড) এবং তেলেঙ্গনার তেলেগু দেশম পার্টি। এই দুটি দল অন্তত ৩০টি আসন পেতে যাচ্ছে। কাজেই তারা এনডিএ থেকে বের হয়ে যদি রাহুল গান্ধীর নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটে যোগদান করে, তাহলে কংগ্রেসের ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা তৈরি হবে। দল দুটির কথা বলা হচ্ছে এ কারনে যে, তারা মেদির জোটে যাওয়ার আগে কংগ্রেসের সঙ্গে জোট বেঁধেছিল। প্রশ্ন হলো এখন পুনরায় তাদেরকে জোটে ফেরাতে কংগ্রেস কি জোরালো কোনো প্রচেষ্টা চালাবে? উত্তর হলো অবশ্যই ‘হ্যাঁ’ এবং সেটা শুরু হয়ে গেছে।

ইতোমধ্যেই নীতিশ-নাইডুর সঙ্গে যোগাযোগ করেছে কংগ্রেস। ফলস্বরুপ, মোদির তৃতীয় মেয়াদে সরকার গঠনের তোড়জোড়ের মধ্যেই রাজনীতিতে হঠাৎ করে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের বিহারভিত্তিক জনতা দল-ইউনাইটেডের (জেডিইউ) প্রধান নেতা নীতিশ কুমার ‘তেলেগু দেশম পার্টি’র (টিডিপি) প্রধান চন্দ্রবাবু নাইডু।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, কংগ্রেসের প্রধান মল্লিকার্জুন খড়গে নিজে তাদের সঙ্গে কথা বলেছেন। খড়গে, তাদের পুরনো মিত্রদের জোটে ফেরার আহ্বান জানিয়েছেন।

আনুষ্ঠানিক ফল ঘোষণার পর এক সংবাদ সম্মেলনে রাহুল গান্ধী বলেন, ‘আগামীকাল বুধবার) আমাদের জোটের বৈঠক আছে। সেখানে আমরা জোটের শরীক দলগুলোর সঙ্গে এ বিষয়ে আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নেবো’।

অর্থাৎ বোঝাই যাচ্ছে যে, কংগ্রেস জোট সরকার গঠনের সম্ভাবনাকে একেবারেই নাকচ করছেন না। রাহুল গান্ধী বলেন, এক ঘন্টা আগে ভারতের জনগণ বলে দিয়েছে যে, তারা মোদীকে চায় না। আমাদের এবারের লড়াইটি ছিল (ভারতের) সংবিধান বাঁচানোর লড়াই।

এই লড়াইয়ে পাশে থাকার জন্য ভারতের জনগণের পাশাপাশি জোট সঙ্গী এবং কংগ্রেসের নেতাকর্মীকে ধন্যবাদ জানিয়েছেন রাহুল।

(ঢাকাটাইমস/০৪জুন/এসআইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভারতের ‘পুশ-ইন’ প্রচেষ্টা অন্যায্য: জাতীয় নিরাপত্তা উপদেষ্টা
ভারত-পাকিস্তানের সামরিক হামলার নিন্দা, শান্তিপূর্ণ সমাধানের আহ্বান তারেক রহমানের
সিআইডি প্রধান হলেন ছিবগাত উল্লাহ
ছদ্মবেশে শেরপুর বিআরটিএ অফিসে দুদকের অভিযান, অনিয়মের প্রমাণ সংগ্রহ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা