শরীয়তপুরে বাসের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

শরীয়তপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ জুন ২০২৪, ১০:১০
অ- অ+

শরীয়তপুরের ডামুড্যায় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে আবুল কালাম আজাদ (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকালে উপজেলার ইসলামপুর ইউনিয়নের তিলই এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবুল কালাম আজাদ মাদারীপুর সদর উপজেলার ইটেরপুল এলাকার গোলাম মোস্তফা হাওলাদারের ছেলে। তিনি ডামুড্যা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ছিলেন।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, আবুল কালাম আজাদ বৃহস্পতিবার বিকালে অফিসের কাজ শেষ করে মোটরসাইকেল নিয়ে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হন। ডামুড্যা উপজেলার তিলই এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে মারা যান।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের অফিস সহকারী সবুজ মিয়া বলেন, ‘আমরা খবর পেয়ে আবুল কালাম আজাদকে দ্রুত সদর হাসপাতালে নিয়ে যাই। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক ঢাকায় নেওয়ার কথা বলেন। পরে অ্যাম্বুলেন্সে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেই। জাজিরা এলাকায় পৌঁছালে তার কোনো সাড়াশব্দ না পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

ডামুড্যা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমারত হোসেন বলেন, ‘বাসের সঙ্গে মোটারসাইকেলের সংঘর্ষে একজনের মৃত্যুর খবর পেয়েছি। ঘাতক বাসের চালককে আটকের চেষ্টা চলছে। এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ করলে আইনি পদক্ষেপ নেওয়া হবে।’

(ঢাকাটাইমস/০৭জুন/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আ.লীগ নিষিদ্ধে দ্রুত সিদ্ধান্ত না এলে ফের ‘মার্চ টু ঢাকা’:  নাহিদ ইসলাম
আ.লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে ভৈরবে বিক্ষোভ মিছিল
যেখানেই অতিরিক্ত মানুষের সমাগম, সেখানেই ওয়াটার স্প্রের ব্যবস্থা করছে ডিএনসিসি
রাঙ্গুনিয়ায় যুবলীগ ক্যাডার ইয়াবা কামাল আটক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা