কুমিল্লায় ভারতীয় সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

কুমিল্লার বুড়িচং উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী- বিএসএফের গুলিতে মো. আনোয়ার হোসেন (৫০) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।
রবিবার সকাল ৮টায় উপজেলার বাকশীমুল ইউনিয়নের জামতলা এলাকায় ভারতীয় সীমান্তে এ ঘটনা ঘটে।
নিহত মো. আনোয়ার হোসেন উপজেলার বাকশীমুল ইউনিয়নের মীরপুর গ্রামের মরহুম চারু মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খন্দকার।
তিনি বলেন, ‘সকালে ভারতীয় সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছে বলে জানতে পেরেছি। তার মরদেহ কাঁটাতার সংলগ্ন এলাকায় পাওয়া গেছে। তবে কী কারণে এমনটা ঘটেছে, তা আমরা এখনো জানতে পারিনি।’
স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মো. আবুল কাশেম জানান, ‘জামতলা সীমান্তে বিএসএফের গুলিতে মো. আনোয়ার হোসেন নিহত হয়েছে বলে শুনেছি। আমি তার পরিবারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি।’
(ঢাকাটাইমস/০৯জুন/এজে)

মন্তব্য করুন