ডিএসইর সূচকে তিন বছরের মধ্যে সবচেয়ে বড় পতন

ঢাকা স্টক এক্সচেঞ্জ- ডিএসইতে সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইর প্রধান সূচক ‘ডিএসইএক্স’ কমে তিন বছরের বেশি বা ৩৯ মাসের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে এসেছে। এছাড়া কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারদর ও লেনদেন।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৬৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৭১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২২০ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮৩৬ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ৩৯২ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৩টির, দর কমেছে ৩৪০টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৯টির।
রবিবার ডিএসইতে ৩৫৭ কোটি ৯০ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ১৮৪ কোটি ৭০ লাখ টাকা কম। এর আগের দিন লেনদেন হয়েছিল ৫৪২ কোটি ৬০ লাখ টাকার ।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ- সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১০৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৮৪০পয়েন্টে।
রবিবার সিএসইতে ২১৭টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নেয়। এর মধ্যে ৩৪টির দর বেড়েছে, কমেছে ১৫১টির এবং ৩২টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে এদিন ১০৭ কোটি ৮২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
(ঢাকাটাইমস/০৯জুন/এজে)

মন্তব্য করুন