লক্ষ্মীপুরে স্কুল মাঠে গরু-ছাগলের হাট, শিক্ষার্থীদের মানববন্ধন

লক্ষ্মীপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ জুন ২০২৪, ১৬:১৮| আপডেট : ১১ জুন ২০২৪, ১৭:২৯
অ- অ+

লক্ষ্মীপুরের রায়পুরে স্কুল মাঠে গরু-ছাগলের হাট বসানোর প্রতিবাদে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

মঙ্গলবার দুপুরে মানববন্ধন করেছে উপজেলার কাজির দিঘিরপাড় সরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজাম উদ্দিনের নেতৃত্বে মানববন্ধনে বিদ্যালয়ের ৬০০ ছাত্রছাত্রী অংশ নেয়। এসময় শিক্ষার্থীরা স্কুল মাঠে গরু-ছাগলের হাট বন্ধের দাবিতে নানা স্লোগান দেয়।

প্রধান শিক্ষক নিজাম উদ্দিনসহ শিক্ষক ও শিক্ষার্থীদের দাবি, প্রতি মঙ্গলবার হাটের কারণে স্কুল বন্ধ থাকে। এছাড়া ঈদের সময় বুধবার ও বৃহস্পতিবার দুইদিন হাট চলে। এতে করে শিক্ষার্থীদের লেখাপড়া বিঘ্নিত হয়। পাশাপাশি গরু-ছাগলের হাটের কারণে বিদ্যালয়ের গোটা মাঠ অধিকাংশ সময় কর্দমাক্ত থাকে। চলাচল নানাভাবে ব্যাঘাত ঘটে। এসব কারণে বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা কমে যাচ্ছে। ভালো শিক্ষার্থীরা এখানে ভর্তি হতে চায় না। এছাড়াও শিক্ষার নতুন সিলেবাসে স্কুল মাঠে ছাত্রছাত্রীদের বিভিন্ন ক্লাস করাতে হয়। তাই এ মাঠে হাট বসালে বিদ্যালয়ে ক্লাস পরিচালনার পরিবেশ নষ্ট হয়।

স্থানীয় চেয়ারম্যান তোফাজ্জল হোসেন মুন্সী বলেন, মঙ্গল ও বুধবার হাটের কারণে বিদ্যালয়ের ক্লাস সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলে। তারপর হাট বসে। আসলে ওই দিন নামমাত্র বিদ্যালয় চলে। হাটের পর দেখা যায়, পুরো বিদ্যালয় গোবরসহ আবর্জনায় ভরে থাকে। শিক্ষার্থীরা মাঠে খেলাধুলা করতে পারে না। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।

রায়পুর উপজেলা নির্বাহী অফিসার ইমরান খান এ বিষয়ে বলেন, এটি একটি পুরোনো হাট। কাজির দিঘিরপাড় বিদ্যালয়ের মাঠের পূর্ব ও দক্ষিণ দিকে হাটের অবকাঠামো আছে। হাট ইজারা দেওয়া হয়েছে, বিদ্যালয়ের মাঠ ইজারা দেওয়া হয়নি। এটি কীভাবে ব্যবহৃত হচ্ছে সেটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকা টাইমস/১১জুন/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ব্রহ্মপুত্র নদে ভেসে উঠল নিখোঁজ ২ ভাইয়ের মরদেহ
তাপপ্রবাহ থেকে সুরক্ষিত থাকতে যেসব নির্দেশনা দিল স্বাস্থ্য অধিদপ্তর
ঢাকাসহ ৫৬ জেলার ওপর দিয়ে বইছে তাপপ্রবাহ, আট জেলায় তীব্র
দাবা খেলা নিষিদ্ধ করলো আফগানিস্তান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা