ঘাটাইলে কাভার্ডভ্যান ও মোটরসাইকেলের সংঘ‌র্ষে দুজন নিহত

ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ জুন ২০২৪, ১২:১৪| আপডেট : ১৩ জুন ২০২৪, ১৩:৩১
অ- অ+

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় কাভার্ডভ্যান ও মোটরসাইকেলের সংঘ‌র্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল ৯টার দিকে টাঙ্গাইল-ময়মন‌সিংহ সড়‌কের উপ‌জেলার কদমতলী এলাকায় এই দুর্ঘটনা ঘ‌টে।

নিহতরা হলেন- ঘাটাইল উপজেলার কাশতলা গ্রামের আব্দুস ছালামের ছেলে জহুরুল ইসলাম জুয়েল (৪৮) এবং গারট্ট গ্রামের মো. জাকির হোসেনের ছেলে মো. আলমগীর হোসেন বাদশা (৪৫)। তারা দুজনই মোটরসাইকেল আরোহী ছিলেন।

আহত ব্যক্তি হলেন উপজেলার বৈলতেল গ্রামের মিলন।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল ৯টার দিকে তিন বন্ধু মোটরসাইকেলে কদমতলী থেকে ঘাটাইল যাচ্ছিলেন। কিছুদূর যেতেই বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ডভ্যানের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে জুয়েল ও বাদশা মিয়া মারা যান। মোটরসাইকেলে থাকা মিলনকে কালিহাতী উপজেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু ছালাম মিয়া পিপিএম।

(ঢাকা টাইমস/১৩জুন/প্রতিনিধি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ব্রহ্মপুত্র নদে ভেসে উঠল নিখোঁজ ২ ভাইয়ের মরদেহ
তাপপ্রবাহ থেকে সুরক্ষিত থাকতে যেসব নির্দেশনা দিল স্বাস্থ্য অধিদপ্তর
ঢাকাসহ ৫৬ জেলার ওপর দিয়ে বইছে তাপপ্রবাহ, আট জেলায় তীব্র
দাবা খেলা নিষিদ্ধ করলো আফগানিস্তান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা