টাঙ্গাইলে প্রাইভেটকার-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল দুজনের

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় প্রাইভেটকার-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের উপজেলার বাগুটিয়ার বঙ্গবন্ধু টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের (বিটেক) সামনে এ দুর্ঘটনা ঘটে।
আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর মো. সাজেদুর রহমান জানান, দুটি প্রাইভেটকার ময়মনসিংহের দিকে যাচ্ছিল। এ সময় বাগুটিয়া এলাকায় পৌঁছলে সামনের একটি প্রাইভেটকারের সঙ্গে টাঙ্গাইলগামী ট্রাকের সংঘর্ষে প্রাইভেটকার খাদে পড়ে যায়। পরে পেছনে থাকা আরেকটি প্রাইভেটকারের সঙ্গে ওই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।
(ঢাকা টাইমস/১৪জুন/এসএ)

মন্তব্য করুন