বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত, মা হাসপাতালে

বাগেরহাট প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ জুন ২০২৪, ১০:৫৩| আপডেট : ২৩ জুন ২০২৪, ১৩:৩৩
অ- অ+
ফাইল ছবি

বাগেরহাটের ফকিরহাটে যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত হয়েছেন। এছাড়া গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলের আরোহী ছেলের মা।

শনিবার সকাল ৯টার দিকে খুলনা-বাগেরহাট মহাসড়কের ফকিরহাট উপজেলার পিলজংগ ইউনিয়নের মহাদেবের দোকান নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পটুয়াখালীর গরিয়া এলাকার বাসিন্দা মোটরসাইকেল চালক খলিলুর রহমান (৪৫) এবং তার এক বছরের শিশুপুত্র। গুরুতর আহত খলিলুর রহমানের স্ত্রী মিনু বেগম খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

নিহত খলিলুর রহমান পটুয়াখালীর গরিয়া এলাকার মোসলেম উদ্দিনের ছেলে। তিনি সৌদি প্রবাসী ছিলেন।

দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে।

কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, পটুয়াখালী থেকে মোটরসাইকেলযোগে পরিবার নিয়ে যশোর গদখালী এলাকায় যাচ্ছিলেন খলিলুর রহমান। ফকিরহাট উপজেলার মহাদেবের দোকান নামক স্থানে এসে পৌঁছালে বিপরীত দিক থেকে বাগেরহাটগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে।

এ ঘটনায় খলিলুর রহমান ও তার ছেলে ঘটনাস্থলেই নিহত হন বলে জানান ওসি। তিনি বলেন, গুরুতর আহত খলিলের স্ত্রী মিনু বেগমকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহতদের মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

(ঢাকাটাইমস/২৩জুন/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এপ্রিলের ২৯ দিনে রেমিট্যান্স এসেছে ২৬০ কোটি ৭৬ লাখ ডলার
নির্ধারিত সময়ের দুই মাস আগেই সব দেনা পরিশোধ করল পেট্রোবাংলা
ব্যবসায়িক পরিবেশ উন্নত করার জন্য যথাসাধ্য চেষ্টা করব: অর্থ উপদেষ্টা
উপদেষ্টাদের সঙ্গে পুলিশের মতবিনিময়, বিভিন্ন প্রস্তাব বাস্তবায়নের আশ্বাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা