মারা গেছেন বাগেরহাটের প্রাক্তন ফুটবলার কবির মাহমুদ

মারা গেছেন বাগেরহাটের প্রাক্তন ফুটবলার কবির মাহমুদ পান্না (৫৮) ।
সোমবার দুপুরে বাগেরহাট পৌর শহরের হারিখালিতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
এর আগে রবিবার রাতে হৃদরোগ আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দিন অবস্থায় মৃত্যুবরণ করেন।
সোমবার অনুষ্ঠিত জানাজায় বাগেরহাট উপজেলা প্রেসক্লাব এর সভাপতি মাসুম হাওলাদার, সাংবাদিক আরিফ আকুঞ্জি, পৌরসভার সাবেক কাউন্সিলর শেখ ওয়াহিদুজ্জামান মাওলানা জাহিদুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
কবির মাহমুদ (পান্না) মৃত্যুকালে স্ত্রী ও ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
উল্লেখ্য, কবির মাহমুদ পান্না দৈনিক ঢাকা টাইমস পত্রিকার বাগেরহাট প্রতিনিধি ও বাগেরহাট উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মাহমুদ হাসানের মেজ ভাই।
(ঢাকাটাইমস/২৪জুন/পিএস)

মন্তব্য করুন