তাহিরপুরে চাঁদাবাজির অভিযোগে যুবলীগ সভাপতিসহ আটক ৫

নিজস্ব প্রতিবেদক সুনামগঞ্জ
  প্রকাশিত : ২৯ জুন ২০২৪, ১৫:৫৯
অ- অ+

সুনামগঞ্জের তাহিরপুরে পাটলাই নদী পথে চুনাপাথর ও কয়লা পরিবহনকারী বাল্কহেড নৌকাসহ ইঞ্জিন চালিত বিভিন্ন নৌকা থেকে চাঁদাবাজির করার সময় ইউনিয়ন যুবলীগ সভাপতিসহ ৫ জনকে আটক করেছে নৌ পুলিশ।

শনিবার দুপুরে আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে।

এর আগে শুক্রবার (২৮ জুন) বিকালে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের সোলেমানপুর বাজারের সামনে পাটলাই নদীর পশ্চিম দিক থেকে তাদেরকে আটক করা হয়। পরে ৫ জনের নাম উল্লেখ করে রাতে মামলা দায়ের করে নৌ পুলিশ।

আটককৃতরা হলেন-দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ও সোলাইমানপুর গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে ফজলু মিয়া (৫০), একেই গ্রামের রজব আলীর ছেলে কামরুল মিয়া (৩৫), দুলু মিয়ার ছেলে কহিনুর মিয়া (৩৬), ফজলু হকের ছেলে ইমরান মিয়া (৩০) ও সফর আলীর ছেলে হাবিবুর রহমান (৪৫)।

সুনামগঞ্জের টুকের বাজার নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ আতাউর রহমান ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে যাদুকাটা ও পাটলাই নদী পথে বালু, পাথর ও কয়লা পরিবহনকারী বাল্কহেডসহ বিভিন্ন নৌকা থেকে একটি সংঘবদ্ধ চক্র চাঁদাবাজি করে আসছিল। শুক্রবার বিকালেও গ্রেপ্তারকৃতরা একাধিক ভালগেট ও ইঞ্জিন চালিত কয়লা এবং চুনাপাথর বোঝাই নৌকা চলাচলের সময় চাঁদা আদায় করছিল।

এ সময় নৌ পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে হাতে নাতে আটক করে। এসময় চাঁদাবাজির কাজে ব্যবহৃত একটি ইঞ্জিন চালিত নৌকাও জব্দ করা হয়। এই বিষয়ে সুনামগঞ্জের টুকের বাজার নৌপুলিশ ফাঁড়ি ইনচার্জ মোহাম্মদ আতাউর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

পাটলাই নদীর পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দারা জানান, গত কয়েক যুগ ধরে বিভিন্ন সরকারের আমলে এই নদীপথে চাঁদাবাজি করে আসছিল সরকার দলীয় লোকজন। স্থানীয় প্রভাবশালীদের ছত্রছায়ায় এসব চাঁদাবাজি হওয়ায় আইনশৃঙ্খলা বাহিনীও কোনো ব্যবস্থা নিত না।

সুনামগঞ্জের টুকের বাজার নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ মোহাম্মদ আতাউর রহমান জানান, আটককৃতরা বৈধ কোনো কাগজ দেখাতে না পারায় তাদের আটক করা হয়েছে। পরে তাদের নামে মামলা করে তাহিরপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজিম উদ্দীন জানান, চাদাঁবাজির অভিযোগে নৌপুলিশ ৫ জনকে আটক করে মামলা দায়ের করে আমাদের কাছে হস্তান্তর করেছে। আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/২৯জুন/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আট মাসেও অগ্রগতি নেই বাকৃবির গণতদন্ত কমিশনের, ন্যায়বিচার নিয়ে শঙ্কা 
স্ত্রীর বাড়ি ছাড়ার গুঞ্জন নিয়ে যা বললেন শামীম
ঐক্যবদ্ধ শাহবাগ বিএনপির অপেক্ষায়: সারজিস
ভারত-পাকিস্তান সংঘাত: বিমানের টরেন্টো, রোম ও লন্ডন ফ্লাইটের সময় পরিবর্তন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা