কুড়িগ্রামের রাজারহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইজিবাইক চালকের মৃত্যু

কুড়িগ্রামের রাজারহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আজাদ আলী (৫৫) নামে এক ইজিবাইক চালকের মৃত্যু হয়েছে।
রবিবার বিকাল ৫টার দিকে উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের খিতাবখাঁ পূর্বটারী গ্রামে এ ঘটনা ঘটেছে ।
নিহত আজাদ ওই গ্রামের মৃত বাবর আলীর ছেলে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, আজাদ আলী বিকাল ৫টার দিকে তার ইজিবাইকে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সয়ে নিয়ে যাওয়ার সময় তার মৃত্যু হয়।
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
(ঢাকাটাইমস/৩০জুন/পিএস)

মন্তব্য করুন