কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল বাবা-ছেলের

কুড়িগ্রাম প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ জুলাই ২০২৪, ০৮:৫৭
অ- অ+
ফাইল ছবি

কু‌ড়িগ্রামের উলিপুর উপজেলায় বিদ্যুৎস্পৃ‌ষ্ট হয়ে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। রবিবার রাত ৮ টার দিকে উপজেলার দলদ‌লিয়া ইউনিয়‌নের অর্জুন লালমস‌জিদ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, অর্জুন লালমসজিদ এলাকার আবু তাহের (৫৬) এবং তার ছেলে রাসেল মিয়া (১৭)।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, রাত ৮টার দিকে রাসেল মিয়া বাড়িতে বৈদ্যুতিক বোর্ডের কাজ করছিলেন। এ সময় তিনি অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন। ছেলের চিৎকারে বাবা আবু তাহের সন্তানকে উদ্ধারের জন্য এগিয়ে গেলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই মারা যান বাবা-ছেলে।

মর্মান্তিক এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে আসে। খবর পেয়ে নিহত বাবা-ছেলেকে দেখতে বাড়িতে ভিড় জমাতে শুরু করেন আশপাশের বহু মানুষ।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) গোলাম মর্তুজা জানান, ‘খবর পে‌য়ে ঘটনাস্থ‌লে পুলিশ পাঠা‌নো হয়েছিল। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

(ঢাকাটাইমস/০১জুলাই/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
অবৈধ অস্ত্র, গুলি, বোমা ও গাড়িসহ আন্তঃজেলা ডাকাত দলের সাত সদস্য গ্রেপ্তার
থানায় ভুক্তভোগীদের সঙ্গে সরাসরি-ভিডিওকলে কথা বলবেন ঢাকা রেঞ্জ ডিআইজি
আওয়ামী লীগের বিচার ইস্যুতে মঙ্গলবার ট্রাইব্যুনালে যাবে এনডিএম
ইতালিয়ান পার্লামেন্টের একটি কক্ষে ইমিগ্রেশন সমস্যা নিয়ে আলোচনা সভা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা