গুলশানে নাভানা টাওয়ারে ৪০ লাখ টাকার আমদানি নিষিদ্ধ ওষুধ জব্দ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ জুলাই ২০২৪, ২১:৩৮| আপডেট : ০১ জুলাই ২০২৪, ২২:০১
অ- অ+

রাজধানীর গুলশানে নাভানা টাওয়ারের ছয়টি দোকানে অভিযান চালিয়েছে বিপুল আমদানি নিষিদ্ধ ওষুধ জব্দ করেছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। জব্দকৃত এসব ওষুধের আনুমানিক মূল্য প্রায় ৪০ লাখ টাকা।

সোমবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত অভিযান চালায় ঔষধ প্রশাসন অধিদপ্তর। এ তথ্য নিশ্চিত করেছেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক শফিকুল ইসলাম।

শফিকুল ইসলাম বলেন, ১১৫ ধরনের বিদেশি ওষুধ জব্দ করা হয়েছে। ছয় ওষুধের দোকান থেকে এই ওষুধ জব্দ করা হয়। এসব বিদেশি ওষুধ অবৈধভাবে দেশে আনা হয়েছে।

তিনি বলেন, নিম্নমানের অনিবন্ধিত ওষুধ বিক্রি অপরাধ। এতে মানুষের প্রাণহানির আশঙ্কা থাকে। তাই এগুলো জব্দ করা হয়েছে। এতে ওষুধের দোকানিদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। সন্তুষ্টিমূলক জবাব না দিতে পারলে মামলা করা হবে। অভিযানে ঔষধ প্রশাসন অধিদপ্তরের ১৫ জন কর্মকর্তা অংশ নেন।

তিনি আরও বলেন, এগুলো বিদেশি ওষুধ (অনিবন্ধিত)। বাংলাদেশের বাজারে এসব ওষুধ বিক্রি করতে হলে নিবন্ধন নেওয়া প্রয়োজন। প্রয়োজন থাকলেও এসব ওষুধের প্যাকেজিংয়ে কোনো নিবন্ধন নম্বর নেই। ওষুধগুলো বেশিরভাগই ভারত ও থাইল্যান্ডের।

(ঢাকাটাইমস/১জুলাই/এলএম/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাকিস্তানে ভারতের হামলায় নিহতের সংখ্যা কত? যা জানালো সেনাবাহিনী
ভারতীয় সেনারা সীমান্তে ‘সাদা পতাকা’ উড়িয়ে পালালো
কুবির বিজয়-২৪ হলে মাদকবিরোধী অভিযানে মাদকদ্রব্য উদ্ধার
ভারত-পাকিস্তান যুদ্ধে দাম কমে গেল ভারতীয় রুপির
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা