কুড়িগ্রামে আশ্রয়ের খোঁজে ছুটছেন পানিবন্দি ৫০ হাজার মানুষ

কুড়িগ্রামে দ্বিতীয় দফা বন্যায় প্রায় ৫০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। বিশেষ করে ব্রহ্মপূত্র অববাহিকায় অস্বাভাবিকভাবে পানি বৃদ্ধির ফলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
বাড়িঘরে পানি প্রবেশ করায় লোকজন মাচা ও চৌকি উঁচু করে সেখানে আশ্রয় নিচ্ছেন। কেউ কেউ বাড়িঘর ফেলে উঁচু এলাকায় গিয়ে আশ্রয় নিয়েছেন। আকস্মিক বন্যার ফলে গবাদিপশু ও শিশুদের নিয়ে বিপাকে পড়েছেন মানুষ।
নলকূপ ও টয়লেট তলিয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েছেন বানভাসী মানুষ। ঠিকমতো রান্নাবান্না করতে না পেরে একবেলা খেয়েই বাকিটা সময় পার করছেন তারা।
এমন পরিস্থিতিতে তাৎক্ষণিকভাবে জেলা ও উপজেলা প্রশাসন থেকে খাদ্য সহায়তা দেওয়ায় কিছুটা স্বস্তি দেখা দিলেও সব এলাকায় সহায়তা না পৌঁছানোর অভিযোগ করেছেন বানভাসী মানুষ। ফলে বন্যা কবলিতদের শুকনো খাবার ও বিশুদ্ধ পানির অভাব এখন প্রকট।
(ঢাকাটাইমস/০৪জুলাই/এজে)

মন্তব্য করুন