কোপা আমেরিকা: ফাইনাল ছাড়া নকআউট পর্বে থাকছে না অতিরিক্ত সময়

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ জুলাই ২০২৪, ১২:৫৩| আপডেট : ০৪ জুলাই ২০২৪, ১৫:৩২
অ- অ+

সাধারণত আন্তর্জাতিক ফুটবলে টুর্নামেন্টের নকআউট পর্বের ম্যাচগুলোতে নির্ধারিত ৯০ মিনিটের খেলা ড্র থাকলে অতিরিক্ত সময় থাকে। অর্থাৎ, দুই অর্ধের খেলা শেষে ম্যাচ ড্র থাকলে ম্যাচের ফল বের করার জন্য আরও ৩০ মিনিট খেলা হয়ে থাকে। তবে কোপা আমেরিকা তার পুরোনো নিয়ম এবারও ধরে রাখছে। ফাইনাল ছাড়া নকআউট পর্বের কোনো ম্যাচেই অতিরিক্ত সময় থাকছে না।

শুক্রবার (৫ জুলাই) থেকে মাঠে গড়াবে নকআউট পর্বের ম্যাচগুলো। চারটি কোয়ার্টার ফাইনাল ও ২টি সেমিফাইনালে এক্সট্রা টাইম থাকবে না। ৯০ মিনিট খেলা শেষে ‘ফল’ না আসলে টাইব্রেকার অনুষ্ঠিত হবে। তবে এ ক্ষেত্রে ব্যতিক্রম ফাইনাল ম্যাচটি, সেখানে অতিরিক্ত ৩০ মিনিট থাকছে। খবর ফক্স স্পোর্টসের।

প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইকুয়েডর। শনিবার (৬ জুলাই) সকালে ‘এ’ গ্রুপের রানার্সআপ কানাডা খেলবে ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন ভেনেজুয়েলার বিপক্ষে। গ্রুপ পর্বে তিন ম্যাচের তিনটিতেই জয় পেয়েছে ভেনেজুয়েলা। অন্যদিকে এক জয়, এক ড্র ও এক হারে ৪ পয়েন্ট নিয়ে নকআউট পর্বে জায়গা পেয়েছে কানাডা।

গ্রুপপর্বে বেশ ভালো আধিপত্য দেখিয়েই পরের রাউন্ডে জায়গা করে নিয়েছে কলম্বিয়া। কোস্টারিকা ও প্যারাগুয়ের বিপক্ষে তুলে নিয়েছে দারুণ জয়। শেষ ম্যাচে শক্তিশালী ব্রাজিলকে তারা রুখে দেয় ১-১ গোলে। দুই জয় ও এক ড্র নিয়ে গ্রুপ সেরা হয়েই কোয়ার্টারে জায়গা করে নেয় কলম্বিয়া। অন্যদিকে ‘সি’ গ্রুপ থেকে দুই জয় ও এক হারে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে পরের রাউন্ডে জায়গা পায় পানামা। রোববার বাংলাদেশ সময় ভোর ৪টায় মুখোমুখি হবে এই দুই দল।

কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে মুখোমুখি হবে উরুগুয়ে ও ব্রাজিল। এ ম্যাচটি অনুষ্ঠিত হবে রবিবার সকাল ৭টায়।

একনজরে কোপা আমেরিকা ২০২৪-এর কোয়ার্টার ফাইনাল:

৫ জুলাই, আর্জেন্টিনা-ইকুয়েডর, সকাল ৭টা

৬ জুলাই, ভেনেজুয়েলা-কানাডা, সকাল ৭টা

৭ জুলাই, কলম্বিয়া-পানামা, রাত ৪টা

৭ জুলাই, উরুগুয়ে-ব্রাজিল, সকাল ৭টা

(ঢাকাটাইমস/০৪ জুলাই/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পুলিশের ৯ অতিরিক্ত ডিআইজিকে বদলি
মতিঝিলে অবৈধ স্থাপনা উচ্ছেদের নির্দেশ রাজউক চেয়ারম্যানের
কেরানীগঞ্জে র‌্যাব পরিচয়ে বাস ডাকাতি, অস্ত্রসহ  আটক ৫
ভারত-পাকিস্তান পরিস্থিতি ‘গভীরভাবে পর্যবেক্ষণ’ করছে বাংলাদেশ, সংযমের আহ্বান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা