কোটা: আন্দোলনে আটকে পড়ে ভোগান্তি আর শঙ্কায় বাসচালকরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ জুলাই ২০২৪, ১৪:৩৮
অ- অ+

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে রাজপথ অবরুদ্ধ করে আন্দোলন করায় বিপাকে পড়েছেন রাজধানীর বাসচালকরা। মাঝপথে আটকে পড়ে গন্তব্যে পৌঁছানো অনিশ্চিত হয়ে পড়েছে তাদের। যাত্রীদের ভাড়াও পাননি ঠিকভাবে। এছাড়া আন্দোলন কোন দিকে মোড় নেয়, তা নিয়েও শঙ্কায় তারা।

বুধবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে এমন দৃশ্য দেখা গেছে।

সরেজমিনে দেখা গেছে, আন্দোলনরত শিক্ষার্থীরা দুপুর ১২টার দিকে কারওয়ান বাজারে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই পুলিশ রাস্তা বন্ধ করে দেয়। ফলে রাজধানীর বিভিন্ন পয়েন্ট থেকে যাত্রীবোঝাই বাসগুলো কারওয়ান বাজার এসেই আটকে পড়ে। যাত্রীদের অনেকে ভাড়া না দিয়ে নেমে গেছেন। কেউবা টাকা ফেরত নিয়ে নেমে গেছেন। এ অবস্থায় বাসচালক ও তাদের সহযোগীরা পড়েছেন ভোগান্তিতে।

গাবতলী থেকে ছেড়ে আসা লাভলী পরিবহনের বাসের চালক আল আমিন ঢাকা টাইমসকে বলেন, ‘কখন বাস ছাড়বে জানি না। এই গরমেও সব জানালা আটকায়া আছি। বলা যায় না কখন কী হয়! দুপুর হয়ে গেছে খাওয়াও হয় নাই। বাস রেখে যাই কই?’

তবে আন্দোলনকারীদের দাবির সঙ্গে সহমত পোষণ করেছেন এই চালক। তিনি বলেন, ‘ছাত্রদের আন্দোলন ঠিক আছে। কিন্তু বাসগুলা যদি ছাইড়া দিতো, তাইলে ভালো হইতো।’

এদিকে মিরপুর থেকে কদমতলীগামী বিআরটিসির দোতলা বাসও আটকে আছে কারওয়ান বাজারে। বাসের চালক যাত্রীশূন্য সিটে ঘুমিয়ে আছেন। তার সহযোগী মোরছালিনও অলস বসে আছেন।

বিআরটিসি বাস চালকের সহযোগী মোরছালিন ঢাকা টাইমসকে বলেন, ‘আগেই জানতাম এমন হইবো। তারপরও ভাবছিলাম পার হইয়া যাইতে পারবো। কিন্তু আটকায়া গেলাম। যাত্রীরাও টাকা ফেরত নিয়া চইলা গেছে। রাত ৮টায় নাকি ছাড়ার কথা। এহন কী করমু?’

বাসের পাশাপাশি সিএনজিসহ অন্য বাহনগুলোও আটকে রয়েছে। তবে মোটরসাইকেলগুলো নানাভাবে যাওয়ার চেষ্টা করছে। অনেককে আবার পেছনে ফেরত যেতেও দেখা গেছে।

এদিকে আন্দোলনকারীরা মাইকে তাদের দাবি জানানোর পাশাপাশি সবার কাছে সমর্থন ও আন্দোলনে সহযোগিতা করার অনুরোধ করছেন। তবে রোগীবাহী অ্যাম্বুলেন্সগুলো যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছেন তারা।

(ঢাকাটাইমস /১০জুলাই/টিএ/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলা, আটক ২ 
পল্লবীতে বিশেষ অভিযানে পেশাদার ছিনতাইকারীসহ ২৬ জন গ্রেপ্তার
হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার প্রতিবাদে বাংলামোটরে এনসিপির বিক্ষোভ
দীর্ঘস্থায়ী রোহিঙ্গা সংকট অঞ্চলকে অস্থিতিশীল করতে পারে: পররাষ্ট্র উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা