স্ট্র্যাটেজিক বিজনেস প্ল্যানিং বিষয়ে গ্রিন এইচআর প্রফেশনালসের  কর্মশালা অনুষ্ঠিত

ঢাকা  টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৩ জুলাই ২০২৪, ১৪:৩৮
অ- অ+

প্রফেশনালদের দক্ষতা বাড়িয়ে তোলার লক্ষ্যে গ্রিন এইচ আর প্রফেশনালস বাংলাদেশ স্ট্র্যাটেজিক প্ল্যানিংয়ের উপর কর্মশালার আয়োজন করা হয়েছে।

শুক্রবার রাজধানীর শুক্রাবাদের ড্যাফোডিল পলিটেকনিক ইন্সটিটিউটের ধানমন্ডি ক্যাম্পাসে কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি প্রফেসর . ফরিদ আহমদ সোবহানী বলেন, বৈশ্বিক উন্নয়নের সঙ্গে তাল মিলিয়ে নিজেকে উন্নত করা এবং সব সময় শিক্ষার মধ্য থেকে নতুন নতুন পদ্ধতি প্রযুক্তিকে সাদরে গ্রহণ করে সে অনুযায়ী নিজেকে গড়ে তোলা আপডেট রাখা দরকার। গ্রিন এইচআর প্রফেশনালস বাংলাদেশ তাদের পাঠচক্র অন্যান্য কার্যক্রমের মাধ্যমে সমাজ পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছে।

বিশেষ অতিথির বক্তব্যে কে এম হাসান রিপন বলেন, মাতৃভাষার প্রতি শ্রদ্ধা নিজস্ব সংস্কৃতিকে আঁকড়ে ধরে মানবসম্পদ উন্নয়নের কোনো বিকল্প নেই। কর্মক্ষেত্রে দক্ষতা অর্জন করে দেশকে এগিয়ে নিতে হবে। এই স্ট্রাটেজিক ট্রেইনিংয়ের মতো ট্রেইনিংগুলোও বারবার হওয়া দরকার।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে সমাপনী বক্তব্য দেন ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর এস এম জাহিদ হাসান।

এই কর্মশালার প্রশিক্ষক ছিলেন সেভি কনসালটেন্সি এন্ড ট্রেইনিংয়ের সিইও মো. মোস্তফা কামাল।

তিনি বলেন, ব্যবসায় দীর্ঘমেয়াদি সফলতা এনে দিতে মিশন, ভিশন, অবজেক্টিভ ভ্যালু এগুলোর কোনো বিকল্প নেই। যে প্রতিষ্ঠানের স্ট্র‍্যাটেজি যত ভালো, সেই কোম্পানির বাজারে টিকে থাকার সম্ভাবনাও ততো বেশি।

ছাড়া অন্য বক্তারা কর্মক্ষেত্রের দক্ষতা বৃদ্ধি প্রতিকূলতা নিয়ে বক্তব্য দেন। কর্মশালায় শতাধিক প্রফেশনালস অংশ নেন।

অনুষ্ঠান সঞ্চালন কর্মশালার সেশন পরিচালনা করেন গ্রিন এইচআরের প্রতিষ্ঠাতা রওশন আলী বুলবুল। সময় তিনি কর্মশালায় অংশগ্রহণকারী লোকজনের ভবিষ্যৎ কর্মসূচি কর্মসূচি অনুযায়ী তা বাস্তবায়নের দিকনির্দেশনা প্রদান করেন।

তিনি বলেন, স্নাতকোত্তর শেষ করে অনেকে পাঠাভ্যাস রাখেন না। এর ফলে কর্মক্ষেত্রে তারা পিছিয়ে যান। মানুষকে শিক্ষা প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা বাড়াতে কাজ করে যাচ্ছে গ্রিন এইচআর প্রফেশনালস।

রওশন আলী বুলবুল জানান, প্রতি শুক্রবার সকালে ধানমন্ডি লেকে সমবেত হয়ে নিজেদের মধ্যে আলোচনা অভিজ্ঞতা বিনিময় করেন গ্রিন এইচআরের সদস্যরা। পর্যন্ত ২৬৭টি পাঠচক্র ৫৬টি ট্রেনিং পরিচালনা করেছে তাদের সদস্যরা। ভবিষ্যতেও এটি অব্যাহত থাকবে। ভবিষ্যতে ধানমন্ডির বাইরে বিভিন্ন এলাকায় এবং পর্যায়ক্রমে ঢাকার বাইরের বিভিন্ন জেলায় এটি শুরু করার ইচ্ছা আছে। ছাড়া গ্রিন এইচআর প্রফেশনালস বাংলাদেশ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রতি মাসে একটি লার্নিং সেশন আয়োজনের মাধ্যমে দক্ষতা অর্জনের ওপর গুরুত্ব দিয়ে থাকে।

গ্রিন এইচআর প্রফেশনালস বাংলাদেশের এই কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে তারা জানান। অনুষ্ঠানে সহযোগী হিসেবে গ্রিন এইচআর প্রফেশনালসের সহযোগীরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১৩জুলাই/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচনের আগেই ফ্যাসিস্টদের বিচার হবে : আইন উপদেষ্টা
ফিরে দেখা ৮ জুলাই: ‘বাংলা ব্লকেড’ শেষে সরকারকে আল্টিমেটাম, সমন্বয়ক কমিটি গঠন
নির্বাচিত হলে স্থানীয় সব সমস্যা সমাধানের আশ্বাস আমিনুল হকের
মিলন-জাদুর ঝলক কি দেখা যাবে আবার?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা