প্রশ্নফাঁস ও চাকরি বাণিজ্যের অভিযোগ, লালমনিরহাটে আ.লীগ নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৩ জুলাই ২০২৪, ১৮:২৬

লালমনিরহাটের আদিতমারী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মিজানুর রহমানকে দলীয় পদ থেকে বহিষ্কার করেছে উপজেলা আওয়ামী লীগ।

পিএসসিসহ বিভিন্ন পরীক্ষার প্রশ্নফাঁস ও চাকরি বাণিজ্যের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শনিবার বিকালে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী ও সাধারণ সম্পাদক রফিকুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আদিতমারী উপজেলা শাখার জরুরি সিদ্ধান্ত মোতাবেক সংগঠন বিরোধী, শৃঙ্খলা-পরিপন্থি, অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে মো. মিজানুর রহমানকে (সহ-সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগ, আদিতমারী উপজেলা শাখা, লালমনিরহাট) স্বীয় পদ থেকে বহিষ্কার করা হলো।

এর আগে, শুক্রবার রাতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে পিএসসির প্রশ্নফাঁস ও চাকরি বাণিজ্য চক্রের হোতা ও কর্মকাণ্ড নিয়ে প্রতিবেদন প্রকাশ করা হয়। সেখানে আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের কুটিরপাড় এলাকার মিজানুর রহমান ওরফে এমডি মিজানের জড়িত থাকার সচিত্র প্রতিবেদন প্রকাশ পায়।

বিষয়টি প্রকাশের পর পরই জেলাজুড়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান সমালোচনা করে পোস্ট দিতে থাকেন।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল আলম বলেন, দলীয় সিদ্ধান্ত মোতাবেক মিজানুর রহমানকে বহিষ্কার করা হয়েছে। দলীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সাবেক সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ মহোদয়কে অবগত করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

(ঢাকাটাইমস/১৩জুলাই/পিএস)

সংবাদটি শেয়ার করুন

সারাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

সারাদেশ এর সর্বশেষ

ভারতে পাচারকালে কুমিল্লায় ৮৫০ কেজি ইলিশ জব্দ

দিনাজপুরে চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

ঝুলন্ত বৈদ্যুতিক তারে শক লেগে নদীতে নিখোঁজ ট্রলারচালক 

কুমিল্লার ১২ থানায় নতুন ওসি, দুজনকে পুলিশ লাইন্সে সংযুক্ত

শেখ হাসিনা সাইকোপ্যাথ ছিলেন: মামুনুল হক

সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে কঠিন জবাব দেওয়া হবে: জামায়াত নেতা শাহাজাহান

নিম্নচাপের প্রভাবে উত্তাল সমুদ্র, চিন্তিত উপকূলের মানুষ

নোয়াখালীতে সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন

খুলনায় অব্যাহত বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন, বিপাকে নিম্ন আয়ের মানুষ

সাধ থাকলেও ইলিশ কেনার সাধ্য নেই ভালুকাবাসীর

এই বিভাগের সব খবর

শিরোনাম :