যুদ্ধাপরাধী জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা সময়ের দাবি: ড. আওলাদ হোসেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩১ জুলাই ২০২৪, ১৮:০৯
অ- অ+

জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা এখন সময়ের দাবি বলে মন্তব্য করেছেন ঢাকা-৪ আসনের সংসদ সদস্য ড. মো. আওলাদ হোসেন।

বুধবার সকালে রাজধানীর শ্যামপুর-কদমতলী এলাকায় আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশে একথা বলেন তিনি।

সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্যে ড. মো. আওলাদ হোসেন বলেন, সাম্প্রতিক কোটা বাতিলের দাবিতে ছাত্র আন্দোলনে সহিংসতায় জামায়াত-শিবির সরাসরি সম্পৃক্ত রয়েছে। ওরা সারাদেশে ও রাজধানীর যাত্রাবাড়ী-শনির আখড়া এলাকায় হামলা, ভাঙচুর, নিপীড়ন, নির্যাতন, ধ্বংসযজ্ঞ চালিয়েছে। ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের সাইনবোর্ড এলাকায় সন্ত্রাসীরা কর্তব্যরত সোনালী নামে এক নারী সাংবাদিককে নির্যাতন করেছে, গ্যাস লাইটার দিয়ে চেহারায় আগুন জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে, টেনে হিচড়ে গায়ের পোশাক ছিঁড়ে ফেলে। পরে যৌন নির্যাতনের চেষ্টা চালায়।

তিনি বলেন, কোটা বিরোধী আন্দোলনের নামে যে নাশকতা, হত্যাযজ্ঞ, নারী নির্যাতন হয়েছে, তা থেকে ৭১ এ মহান মুক্তিযুদ্ধে পাকিস্তানিদের ধ্বংসযজ্ঞ ও নারী নির্যাতনের চিত্র ফুটে উঠেছে। নৈরাজ্যকর পরিস্থিতিতে সারাদেশে প্রায় শতাধিক প্রানহানি ঘটেছে, বিটিভি, সেতুভবনসহ অসংখ্য সরকারি সম্পত্তি ধ্বংস করা হয়েছে। অসংখ্য সরকারি-বেসরকারি যানবাহনে আগুন দেওয়া হয়েছে। বাংলাদেশের মানুষের আবেগের জায়গা, মেট্রোরেলের দুইটি স্টেশন, ইলেভেটেড হাইওয়ে ও মেয়র হানিফ ফ্লাইওভার এর টোলপ্লাজা ধংস করেছে। রাজধানীর শনিরআখড়া এলাকায় কর্তব্যরত এক পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করে ফুটওভারের সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে।

ড. আওলাদ বলেন, যুদ্ধাপরাধী জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধ করা সময়ের দাবি।

বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, জাকির হোসেন, সভাপতি, শ্রমিকলীগ, ফেরদৌসী ইয়াসমীন পপি, যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা মহানগর দক্ষিণ মহিলা আওয়ামী লীগ, শরীফ মোহাম্মদ শাজাহান, দপ্তর সম্পাদক, শ্যামপুর থানা আওয়ামী লীগ ঢাকা মহানগর দক্ষিণ, লিয়াকত মুফতি, সভাপতি, ৫৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ, অ্যাড. ফারুক, সভাপতি, ৫২ নং ওয়ার্ড ওয়ার্ড আওয়ামী লীগ, আলমগীর হোসেন, সাবেক সদস্য, জেলা পরিষদ, শাহিদ মাহমুদ হেমি, সদস্য কদমতলী থানা আওয়ামী লীগ, হাজী মহব্বত হোসেন, সাধারণ সম্পাদক, ৫৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ, জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক, ৫২ নং ওয়ার্ড ওয়ার্ড আওয়ামী লীগ, রফিকুল ইসলাম শাহীন, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক, হানিফ সরকার, সভাপতি, ৫৩ নং ওয়ার্ড যুবলীগ, দবীর হোসেন, সভাপতি, ৫২ নং ওয়ার্ড যুবলীগ, আরিফুর রহমান রুবেল, সাধারণ সম্পাদক, ৫২ নং ওয়ার্ড যুবলীগ, ফরিদ হোসেন, সভাপতি, ৫৮ নং ওয়ার্ড যুবলীগ, বিল্লাল হোসেন, সভাপতি, শ্যামপুর থানা শ্রমিক লীগ।

ঢাকাটাইমস/৩১জুলাই/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাজারে এলো ‘রিয়েলমি ১৪ ৫জি’ এবং ‘রিয়েলমি ১৪টি ৫জি’ স্মার্টফোন
তরুণদের নিয়ে আবার গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে নামতে হবে: মজনু
সেলিব্রিটি ক্রিকেট লিগে অশ্লীলতা: ৬ মডেল ও ৩ নির্মাতাকে আইনি নোটিশ
জামায়াতের নিবন্ধন ও প্রতীক ফিরে পেতে আপিলের রায় ১ জুন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা